সকালের এই তিন অভ্যেস ত্বকে এনে দেবে জেল্লা, জেনে নিন কী করবেন

কখনও ঘরোয়া টোটকা মেনে তো কখনও পার্লার গিয়ে চলে রূপচর্চা। এর সঙ্গে নানা রকম প্রোডাক্ট (Products) ব্যবহার তো লেগেই আছে। এবার ত্বকের যত্ন নিতে রোজ সকালে এই তিনটি কাজ করুন। এতে ত্বক উজ্জ্বল হবে। কয়েকদিনেই ফারাক দেখতে পাবেন।

ত্বকের যত্ন নিতে আমরা কত কী করে থাকি। ত্বক উজ্জ্বল করতে, সকল ব্যস্ততার মাঝেও চলে ত্বকের পরিচর্চা। কখনও ঘরোয়া টোটকা মেনে তো কখনও পার্লার গিয়ে। এর সঙ্গে নানা রকম প্রোডাক্ট (Products) ব্যবহার তো লেগেই আছে। এবার ত্বকের যত্ন নিতে রোজ সকালে এই তিনটি কাজ করুন। এতে ত্বক উজ্জ্বল হবে। কয়েকদিনেই ফারাক দেখতে পাবেন। 

রোজ সকালে খালি পেটে লেবু জল খান। এটি একটি ডিটক্স ওয়াটার (Detox Water)। হালকা উষ্ণ জলে পাতিলেবুর রস (Lemon) চিপে নিন। তাতে দিন ১ চামচ মধু। এই জল প্রতিদিন খালি খান। অথবা মধু (Honey), লেবু ও আদার ডিটক্স ওয়াটার খেতে পারে। এক গ্লাস জল গরম করুন। এত লেবুর রস চিপে নিন। তাতে মেশান আদার রস। ফুটতে শুরু করলে নামিয়ে মধু দিন। ভালো করে মিশিয়ে নিন। এই পানীয় ঠান্ডা করে পান করুন। সকালে উঠে ডিটক্স ওয়াটার খেলে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল (Glowing Skin) হবে। 

রোজ সকালে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন। শুধু জল দিয়ে মুখ ধুলে হবে না। ফেসওয়াশ দিন। প্রয়োজনে স্ক্রাবিং করতে পারেন। এতে ত্বকে জমে থাকা নোংরা বের হয়ে যাবে। নিয়মিত সকালে ঘুম থেকে উঠে ফেসওয়াশ ব্যবহার করুন। এতে ত্বক ভালো থাকবে। ত্বকের কোনও রকম সংক্রমণ হবে না। 

ত্বক উজ্জ্বল করতে চাইলে রোজ ব্যায়াম করুন। নিয়মিত যারা ব্যায়াম করলে রক্ত সঞ্চালন (Blood Circulation) উন্নত হয়। শরীর সুস্থ থাকে। তার প্রতিফলন হয় ত্বকে। ত্বকের জন্য নির্দিষ্ট ব্যায়াম আছে। চাইলে তাও করতে পারেন। ব্যায়ামের সময় ঘামের মধ্য দিয়ে রোমকূপে জমে থাকা নোংরা বের হয়ে যায়। এতে ত্বক উজ্জ্বল হয়। তাছাড়া, বয়সের ছাপ দূর করতে চাইলে করতে পারেন ফেসিয়াল এক্সারসাইজ। ইন্টারনেট ঘেঁটে এমন এক্সারসাইজ পেয়ে যাবেন। নিয়মিত তা করলে ত্বকে বয়সের ছাপ পড়বে না।  

এছাড়া, রোজ স্বাস্থ্যকর খাবার খান। সবজি ও ফল খান। এতে পুষ্টিকর (Healthy Food) উপাদান থাকে। যা ত্বক উজ্জ্বল করে। আর ত্যাগ করুন মদ্যপান ও ধূমপান। স্বাস্থ্যকর জীবনযাপন করলে ত্বক উজ্জ্বল হবে। সঙ্গে বজায় থাকবে সুস্বাস্থ্য। এবার থেকে এই সহজ টোটকা মেনে পান উজ্জ্বল ত্বক (Glowing Skin)। 

আরও পড়ুন- মনের আনন্দে ফোন ঘাঁটছিলেন, হঠাৎ 'ধরা' পড়ে গেলেন নুসরত

Latest Videos

আরও পড়ুন- ওষুধের মূল্যবৃদ্ধিতে কেন্দ্রের অনুমতি, এপ্রিল থেকে সাধারণ মানুষের সমস্যা বাড়িয়ে দাম বাড়ছে এগুলির

আরও পড়ুুন- দাঁড়িয়েই জল খেয়ে নিচ্ছেন, নিজের অজান্তেই ডেকে আনছেন ঘোর বিপদ
 

Share this article
click me!

Latest Videos

'উল্টো ধুয়ে সোজা করব' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
একাই ১০০! মহারাষ্ট্রে ভোটের খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু! যা বলে দিলেন... | Suvendu Adhikari
মহারাষ্ট্র কাঁপালেন শুভেন্দু! সনাতনীদের এক হওয়ার নির্দেশ রাজ্য সভাপতির | Suvendu Adhikari News Today
বিয়ের মঞ্চে নববধূর এমন কাণ্ডে হতবাক সকলে! ছুটে গেলেন বিজেপির শমীক | BJP West Bengal
‘কল্যাণবাবুর খাওয়া-বলা সব উল্টোপাল্টা’ সুকান্ত মজুমদারের ঝাঁঝালো টনিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে