চুলের যত্নে অ্যালোভেরা! জানুন কী উপায় পাবেন নজর কারা চুল

  • চুলের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা
  • চুল নতুন করে গজাতে সাহায্য করবে
  •  ফিরবে চুলের হারানো জেল্লা
  • খোলা চুলের জৃাদুতে কাবু হবে দুনিয়া

সারাদিনের ধূলবালি থেকে ঘাম, ফলেই খোলা চুল নিয়ে গর্ব করার পাঠ ক্রমেই যাচ্ছে চুকে। বেঁধে রেখার ফলে আবার চুলের হারাচ্ছে জেল্লা, কোমলতা। কিন্তু পার্লার মুখো হওয়ার সময়ও নেই, বা তা খরচ সাপেক্ষও বটে। এবার ঘরোয়া উপায় কেবল অ্যাল ভেরার জেরেই পান নজর কাড়া চুল। মাথার ত্বক থেকে চুলের আগা গোরা বদলে ফেলুন চোখের নিমিশে।

এক মিনিটেই বাজিমাত! ফিরিয়ে আনুন ত্বকের হারানো জেল্লা 

Latest Videos

চুলের উপকারী কী কী উপায় ব্যবহার করবেন অ্যালভেরাঃ
১) উজ্জবল চুলঃ দু চামচ দই, মধু ও অলিভ ওয়েল মিশিয়ে চুলের মধ্যে লাগিয়ে নিন। এবার আধ ঘন্টা রেখে চুল ধুয়ে ফেলুন।
২) কন্ডিশনারঃ চুলকে গভীরভাবে কন্ডিশনিং করতে অ্যালোভেরা জেল, মধু ও নারকেল তেল মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর তা ধুয়ে নিন।
৩) খুশকি কমাতেঃ মাথার খুশকি কমিয়ে ফেলতে ব্যবহার করুন অ্যালোভেরা। আপেলের সঙ্গে অ্যালোভেরা লাগিয়ে মাথায় রেখে কুড়ি মিনিট পর মাথা ধুয়ে নিন।
৪) শুষ্ক চুলঃ চুলের জেল্লা ফিরিয়ে আনতে অ্যালোভেরা জেলের সঙ্গে ডিম লাগিয়ে নিয়ে চুলে লাগালে শুষ্ক চুলের জন্য তা খুব উপকারী।
৫) ঘন চুলঃ চুল ঘন করতে অ্যালোভেরা জেলের সঙ্গে রোডজমেরি অয়েল কয়েকফোঁটা মিশিয়ে নিয়ে তাতে দিন কাস্টার্ড অয়েল। এটি মাথায় লাগিয়ে কুড়ি মিনিট ধরে মাসাজ করে নিয়ে ধুয়ে ফেলুন।

Share this article
click me!

Latest Videos

'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech