এবার থেকে পেমেন্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপ-এই!

  • চলতি বছরই পেমেন্ট পরিষেবা চালু করছে হোয়াটসঅ্যাপ।
  • ম্যাসেজ পাঠানোর মতোই সহজ হবে পেমেন্ট পরিষেবাও।
  • বর্তমানে দেশের ডিজিটাল পেমেন্টের এক নম্বরে রয়েছে পেটিএম।
  • হোয়াটসঅ্যাপ পেমেন্ট লঞ্চ হলে শিঘ্রই সেই স্থান দখল করতে পারবে বলে আশাবাদী হোয়াটসঅ্যাপ।

কারেন্ট লোকেশন থেকে শুরু করে নিমন্ত্রণ এখন সব কিছুই চলছে হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে। এবার এই জনপ্রিয় অ্যাপে যুক্ত হতে চলেছে নতুন পরিষেবা। জানা গিয়েছে, চলতি বছরই পেমেন্ট পরিষেবা চালু করছে হোয়াটসঅ্যাপ। এবার থেকে ম্যাসেজ পাঠানোর মতোই সহজ হবে পেমেন্ট পরিষেবাও। সংস্থার প্রধাণ উইল ক্যাথকার্ট বৃহস্পতিবার এক বিবৃতি-তে এ কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন ভারতে বর্তমানে প্রায় ৪০ কোটির বেশি গ্রাহক হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তাই এই পরিষেবা এ দেশে চালু করার জন্য অনেক আগেই ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি।
সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে  উইল ক্যাথকার্ট জানিয়েছেন, ২০১৮ সালেই লঞ্চ হয়েছিল হোয়াটসঅ্যাপ পেমেন্টের বিটা ভার্সান। তবে এবার পুরোপুরিভাবেই তা চালু করতে যাচ্ছে সংস্থা। বর্তমানে দেশের ডিজিটাল পেমেন্টের এক নম্বরে রয়েছে পেটিএম। হোয়াটসঅ্যাপ পেমেন্ট লঞ্চ হলে শিঘ্রই সেই স্থান দখল করতে পারবে বলে আশাবাদী এই মার্কিন মেসেজিং কোম্পানিটি। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে ভারতে পেমেন্ট সার্ভিস লঞ্চের আগে রিজার্ভ ব্যাঙ্কের সমস্ত নিয়ম মানবে কোম্পানি। 
এই বিষয়ে কাউন্টার পয়েন্ট রিসার্চ অ্যাসোসিয়েট-এর ডিরেক্টর তরুন পাঠক বলেছেন, ভারতে মানুষ বেশি ইন্টারনেট ব্যবহার করেন। আর সেই কারনেই এদেশে ডিজিটাল ওয়ালেট খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে। আর দেশের বেশিরভাগ মানুষ যেহেতু এই মেসেজিং অ্যাপের সঙ্গে যুক্ত তাই এই বিভাগে এক নম্বর হয়ে উঠতে খুব একটা বেশি বেগ পেতে হবে না হোয়াটসঅ্যাপ-কে।
তবে শুধু ভারতেই নয়, অন্যান্য দেশেও আগামী বছরের মধ্যেই এই পরিষেবা চালু করার কথা ভাবছে সংস্থা।

Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর