পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশনে শূণ্যপদ, চলছে আবেদন পক্রিয়া

  • পশ্চিমবঙ্গের কো-অপারেটিভ সার্ভিস কমিশনে কর্মী নিয়োগ
  • মোট ৫৬টি শূণ্যপদে চলছে কর্মী নিয়োগ
  • আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩ এপ্রিল ২০২০
  • শুরু হয়ে গিয়েছে আবেদন পক্রিয়াও

রাজ্যের বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশনে মোট ৫৬টি শূণ্যপদে চলছে কর্মী নিয়োগ। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশন। আগ্রহী প্রার্থীরা অনলাইন ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। শুরু হয়ে গিয়েছে আবেদন পক্রিয়াও। অনলাইনে আবেদনের জন্য প্রার্থীরা ডাব্লুডাব্লুডাব্লু ডট ডাব্লুইবিসিএসসি ডট ওআরজি- এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারেন। অনলাইনে পরীক্ষা ও ইন্টারভিউ-এর প্রার্থী বাছাই করা হবে। মুর্শিদাবাদ, বর্ধমান, উত্তর ২৪ পরগণা, হাওড়া, খড়দহ-তে গ্রেডথ্রি ক্লার্ক, গ্রেডথ্রি ব্যাঙ্ক অ্যাসিসটেন্ট, গ্রেডথ্রি অ্যাসিসটেন্ট-কাম-ক্যাসিয়ার-কাম-সুপার ভাইজার, অ্যাকাউন্ট অ্যাসিসটেন্ট, জুনিয়ার অফিসার অ্যাসিসটেন্ট, গ্রেডথ্রি ক্লার্ক ব্যাঙ্ক অ্যাসিসটেন্ট ফিল্ড সুপার ভাইজার ও জুনিয়র অ্যাসিসটেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে।

আরও পড়ুন- আগামী সপ্তাহেই ডিঅ্যাক্টিভ হতে চেলেছে বেশিরভাগ ক্রেডিট ও ডেবিট কার্ড, রইল বিস্তারিত

Latest Videos

আরও পড়ুন- উন্নত ফিচার-সহ আসতে চলেছে জিও স্মার্টফোন, এপ্রিলেই হতে পারে লঞ্চ

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩ এপ্রিল ২০২০। অনলাইনে আবেদন করার পরীক্ষার ফি ও প্রসেসিং ফি মিলিয়ে মোট ২০০ টাকা জমা দিতে হবে। শুধুমাত্র এসসি ও এসটিদের জন্য প্রসেসিং ফি দিতে হবে ৪০ টাকা। উক্ত পদে নিয়োগের জন্য আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে। পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারেন এই নিয়োগ পত্রে। 

অ্যাসিসটেন্ট ম্যানেজার: এই পদের জন্য প্রার্থীকে যে কোনও বিষয়ে স্নাতক ও বেসিক কম্পিউটার কোর্স জানা প্রয়োজন। এই পদের মাসিক বেতন ১৭,৫২২ টাকা। এই পদে তফশিলি জাতির জন্য ১টি পদ, ওবিসি বি এর জন্য ১টি পদ আছে। 

আরও পড়ুন- শূন্যপদে কর্মী নিয়োগ এলআইসি-র , জানুন আবেদনের শেষ তারিখ

অ্যাসিসটেন্ট-কাম-ক্যাসিয়ার-কাম-সুপার ভাইজার: এই পদের জন্য প্রার্থীকে যে কোনও বিষয়ে স্নাতক ও বেসিক কম্পিউটার কোর্স জানা প্রয়োজন। এই পদের মাসিক বেতন ১৯,০৪৭ টাকা। এই পদে তফশিলি জাতির জন্য ১টি পদ, এসসিদের জন্য ১টি পদ আছে। 

ক্লার্ক: এই পদের জন্য প্রার্থীকে যে কোনও বিষয়ে স্নাতক ও বেসিক কম্পিউটার কোর্স জানা প্রয়োজন। এই পদের মাসিক বেতন ২১,৫৫৯ টাকা। এই পদে তফশিলি জাতির জন্য ৬টি পদ, এসসিদের জন্য ৩টি পদ, এসটিদের জন্য ১টি পদ, ওবিসি এ ও বি-এর জন্য ৩টি পদ আছে। 

ব্যাঙ্ক অ্যাসিসটেন্ট: এই পদের জন্য প্রার্থীকে যে কোনও বিষয়ে স্নাতক ও বেসিক কম্পিউটার কোর্স জানা প্রয়োজন। এই পদের মাসিক বেতন ২৫,৫৯৫ টাকা। এই পদে তফশিলি জাতির জন্য ১৮টি পদ, এসসিদের জন্য ৭টি পদ, এসটিদের জন্য ২টি পদ, ওবিসি এ ও বি-এর জন্য ৭টি পদ আছে। 

ফিল্ড সুপার ভাইজার ও জুনিয়র অ্যাসিসটেন্ট: এই পদের জন্য প্রার্থীকে যে কোনও বিষয়ে স্নাতক ও বেসিক কম্পিউটার কোর্স জানা প্রয়োজন। এই পদের মাসিক বেতন ২৪,৯৬৮ টাকা থেকে ২৫,০৬৮ টাকা হবে। এই পদে এসসিদের জন্য ও ওবিসি এ-এর জন্য ২টি পদ আছে। 

অ্যাকাউন্ট অ্যাসিসটেন্ট: এই পদের জন্য প্রার্থীকে যে কোনও বিষয়ে স্নাতক ও বেসিক কম্পিউটার কোর্স জানা প্রয়োজন। এই পদের মাসিক বেতন ২৫,৬৪০ টাকা হবে। এই পদে এসসিদের জন্য ও ওবিসি এ-এর জন্য ২টি পদ আছে। 

জুনিয়ার অফিসার অ্যাসিসটেন্ট: এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে প্রার্থীকে যে কোনও বিষয়ে স্নাতক ও বেসিক কম্পিউটার জানতে হবে। তফশিলি জাতিদের জন্য ২টি সিট আছে। মাসিক বেতন ২৮,৭০৮ টাকা।

Share this article
click me!

Latest Videos

মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু