April Fool Day সারা বিশ্ব জুড়ে কেন পালিত হয়, জানুন এর অজানা রহস্য

Published : Mar 31, 2022, 04:51 PM ISTUpdated : Mar 31, 2022, 04:53 PM IST
April Fool Day সারা বিশ্ব জুড়ে কেন পালিত হয়, জানুন এর অজানা রহস্য

সংক্ষিপ্ত

১ এপ্রিলকেই নববর্ষের প্রথম দিন ধরে দিন গণনা করে আসছিলেন, তাদেরকে প্রতি বছর ১ এপ্রিলে বোকা উপাধি দেয়া হতো। ফ্রান্সে 'পয়সন দ্য আভ্রিল' পালিত হয় এবং এর সঙ্গে এর সম্পর্ক রয়েছে।   

গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ১ এপ্রিলের পরিবর্তে ১ জানুয়ারিকে নতুন বছরের প্রথম দিন হিসেবে গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর ফলে কিছু লোক তার বিরোধিতা করেন। যারা পুরনো ক্যালেণ্ডার অনুযায়ী ১ এপ্রিলকেই নববর্ষের প্রথম দিন ধরে দিন গণনা করে আসছিলেন, তাদেরকে প্রতি বছর ১ এপ্রিলে বোকা উপাধি দেয়া হতো। ফ্রান্সে 'পয়সন দ্য আভ্রিল' পালিত হয় এবং এর সঙ্গে এর সম্পর্ক রয়েছে। 

এই দিন গ্রেগরিয়ান ক্যালেন্ডারে হিসেব অনুযায়ী তা ১ এপ্রিল ও ২ এপ্রিল। ঐতিহাসিকদের মতে, ১৫৬৪ সালে ফ্রান্সে নতুন ক্যালেন্ডার চালু করাকে কেন্দ্র করে এপ্রিল ফুল ডে'র সূচনা হয়। ১ এপ্রিল সারা বিশ্ব জুড়ে এই দিন 'ফুল ডে' বা বোকা বানানোর দিন হিসেবে পরিচিত। অনেকে আবার এই দিনটিকে 'প্রাঙ্ক ডে' ও বলে থাকেন। তবে নাম আর যাই হোক না কেন, আসল উদ্দেশ্য হল অন্যকে বোকা বানানো। ইরানে পার্সি ক্যালেন্ডার অনুসারে নববর্ষের ১৩তম দিনে আনন্দ উৎসব পালন করা হয়। 

পয়সন দ্য এভ্রিল কথার অর্থ হল এপ্রিলের মাছ। এই দিনে ছোটরা অন্য বাচ্চাদের পিঠে কাগজের মাছ ঝুলিয়ে দেয় তাদের অজান্তেই। আর অন্যরা দেখে তখন বলে ওঠে পয়সন দ্য আভ্রিল বলে চিৎকার করে। আসলে এপ্রিলের শুরুর দিকে ডিম ফুটে মাছের বাচ্চা বের হয়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ছোটদের সহজেই বোকা বানানো যায়। কবি চসারের ক্যান্টারবারি টেইলস(১৩৯২) বইয়ের নানস প্রিস্টস টেইল এ এই দিনের উল্লেখ রয়েছে। তবে এই লেখা কোনও ভাবেই অন্যকে বোকা বানানোর জন্য লেখা হয়নি। হতেই পারে যে সকলকে বোকা বানানোর জন্যই এমন একটি বিষয় তুলে ধরা হয়েছে। যা আমরা অজান্তেই পড়ে বোকা হচ্ছি।

আরও পড়ুন- এপ্রিল ফুলে মজা করুন বন্ধুদের সঙ্গে, রইল সেরা ১০ প্রাঙ্ক আইডিয়া

আরও পড়ুন- হাতে সময় খুব কম! জরিমানা না দিতে এখনই করান প্যান ও আধার নম্বর লিঙ্ক

আরও পড়ুন- গরমে গলা শুকিয়ে কাঠ, ঘরেই বানান গুড়ের শরবত, যা খেতে আখের রসের মতো

PREV
click me!

Recommended Stories

বাড়িতে সহজে চাষযোগ্য ৭টি শীতকালীন সবজি
কেন ঘড়ি মানেই বাঁ হাত? উত্তর লুকিয়ে আছে শরীরের স্বভাব আর শত বছরের ইতিহাসে