গরমে ত্বকের লেগে রয়েছে হাজারটা সমস্যা। ব্রণ থেকে কালো প্যাচ, লেগে আছে একাধিক সমস্যা। এবার থেকে ত্বকের যত্ন নিতে শুধু সকালে ও রাতে মুখ পরিষ্কার করলে হল না। ব্যবহার করতে হবে বিশেষ প্যাক। গরমে ত্বকের যত্নে ব্যবহার করুন ময়দার প্যাক। জেনে নিন ময়দা দিয়ে কী করে প্যাক বানান।
রোজই বাড়ছে তাপমাত্রা। গরমে নাভিশ্বাস ওঠার মতো অবস্থা। আর কদিন পরে কী হবে, তা ভেবে অনেকেই চিন্তিত। তবে গরম বলে কিছুই বাদ যাবে না। অফিস, স্কুল, কলেজ সবই খোলা। কাজের জন্য রোজই বের হতে হচ্ছে। এমন সময় গরমে ত্বকের লেগে রয়েছে হাজারটা সমস্যা। ব্রণ থেকে কালো প্যাচ, লেগে আছে একাধিক সমস্যা। এবার থেকে ত্বকের যত্ন নিতে শুধু সকালে ও রাতে মুখ পরিষ্কার করলে হল না। ব্যবহার করতে হবে বিশেষ প্যাক। গরমে ত্বকের যত্নে ব্যবহার করুন ময়দার প্যাক। জেনে নিন ময়দা দিয়ে কী করে প্যাক বানান।
১ চা চামচ ময়দা ও ১ চা চামচ দই নিন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বক উজ্জ্বল হবে এই এই প্যাকের গুণে।
ময়দা ও মধু দিয়ে প্যাক বানাতে পারেন। ১ চা চামচ ময়দা নিন তার মধ্যে মেশান ১ চা চামচ মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাকের গুণে ত্বক উজ্জ্বল হবে।
ময়দা ও পাতিলেবুর রস মিশিয়ে প্যাক বানাতে পারেন। ১ চা চামচ আটা নিন। তার সঙ্গে মেশান ১ চা চামচ পাতিলেবুর রস। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। প্রাকৃতিক ব্লিচের কাজ করবে এই প্যাক।
ত্বক উজ্জ্বল করতে আটা ও দুই দিয়ে প্যাক বানাতে পারেন। এই প্যাকে ত্বকে ময়েশ্চার জোগাবে। একটি পাত্রে ১ চা চামচ ময়দা নিন। তাতে দিন ১ চা চামচ দুধ। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।
ত্বকের যত্ন নিতে চলে নানা রকম কসরত। কখনও প্যাক ব্যবহার, কখনও ব্যবহার করে থাকি মাস্ক। এই সবের সঙ্গে চলে নানা রকম প্রোডাক্টের ব্যবহার। এবার ত্বকের যত্ন নিতে ব্যবহার করুন আটা। এতে থাকা একাধিক উপাদান ত্বক উজ্জ্বল করে। রোমকূপে জমে থাকা নোংরা বের করতে বেশ উপকারী এই প্যাক। ময়দার সঙ্গে মধু, দই, দুধ কিংবা পাতিলেবু মিশিয়ে প্যাক বানানো হয়ে থাকে। যা ত্বকের একাধিক সমস্যা দূর করে। তাই এবার থেকে ত্বকে যত্ন নিতে লাগান ময়দার প্যাক।
আরও পড়ুন- গরমে পিঠের ব্রণ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, ঘরোয়া উপায় দূর করুন এই সমস্যা
আরও পড়ুন- ত্বকের একাধিক সমস্যা সমাধানে ব্যবহার করুন কোকো বাটার, জেনে নিন এর উপকারীতা
আরও পড়ুন- Bridal Makeup Package নেওয়ার আগে এই পাঁচ বিষয় যাচাই করে নিন, না-হলে বিপদে পড়বেন