সংক্ষিপ্ত

শুধু মুখে নয়, অনেকের পিঠেও ব্রণ হয়। এর ফলে যে কোনও পোশাক পড়তে সমস্যা দেখা দেয়। এর থেকে মুক্তি পেতে আমরা পাউডার ব্যবহার করে থাকি। কিন্তু, এতে হিতে বিপরীত হয়। এবার পিঠের ব্রণ দূর করতে মেনে চলুন ঘরোয়া টোটকা। এই কয়টি উপায় সমস্যা থেকে মুক্তি মিলবে।   

গরমে ব্রণর সমস্যা নতুন নয়। তাপমাত্রা বাড়তে শুরু করলেই ত্বকে দেখা দিতে থাকে নানা রকম সমস্যা। ব্রণ, ত্বকে তেল তেলে ভাব, চুলকানির মতো সমস্যায় জেরবার অনেকেই। এই সময় শুধু মুখে নয়, অনেকের পিঠেও ব্রণ হয়। এর ফলে যে কোনও পোশাক পড়তে সমস্যা দেখা দেয়। এর থেকে মুক্তি পেতে আমরা পাউডার ব্যবহার করে থাকি। কিন্তু, এতে হিতে বিপরীত হয়। এবার পিঠের ব্রণ দূর করতে মেনে চলুন ঘরোয়া টোটকা। এই কয়টি উপায় সমস্যা থেকে মুক্তি মিলবে।   

হলুদ ও চন্দন বাটা লাগাতে পারেন। কাঁচা হলুদ প্রথমে বেটে নিন। তার সঙ্গে মেশান চন্দন বাটা। ভালো করে মিশিয়ে ব্রণর ওপর লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। প্রতিদিন এই প্যাক লাগাতে পারেন। হলুদের গুণে ত্বকের সংক্রমণ দূর হবে। সঙ্গে চন্দন ব্রণ দূর করতে সাহায্য করবে।  

লাগাতে পারেন রসুন। রসুনের কোয়া নিয়ে বেটে রস বের করে নিন। এই রস ত্বকে লাগান। ৫ থেকে ১০ মিনিট পর ধুয়ে নিন। সপ্তাহে ৩ দিন ব্যবহার করতে পারেন রসুন। এতে দূর হবে পিঠের ব্রণ। 

লাগাতে পারেন অ্যালোভেরা জেল। অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার সেই জেল সরাসরি ব্রণর ওপর লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে নিন। এতে পিঠের ব্রণ যেমন দূর হবে তেমনই দূর হবে ব্রণর দাগ। 

পিঠের ব্রণ দূর করে অ্যাপেল সিডার ভিনিগার বেশ উপকারী। একটি পাত্রে অ্যাপেল সিডার ভিনিগার ঢেলে নিন। তাতে সামান্য জল মেশান। এবার তুলোয় করে সেই মিশ্রণ ব্রণর ওপর লাগান। এতে দূর হবে ব্রণর সমস্যা। পিঠের ব্রণ দূর করতে এই টোটকা বেশ উপকারী। 

ওটমিল ও হলুদ গিয়ে প্যাক বানাতে পারেন। প্রথমে ওটমিল ভালো করে মিহি করে বেটে নিন। এবার হলুদও বেটে নিন। মিশ্রণ দুটো একটি পাত্রে নিয়ে ভালো করে মেশান। মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি পিঠে লাগান। ব্রণ ও ব্রণের চারপাশে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। পিঠের ব্রণ দূর করতে এই টোটকা বেশ উপকারী। এই দুই উপাদানে ত্বকের সংক্রমণ দূর হবে। অন্য দিকে, দূর হবে ব্রণর দাগও। তাই এই সকল ঘরোয়া উপায় দূর করুন পিঠের ব্রণর সমস্যা।