ভারতীয়দের অত্যন্ত প্রিয় ইডলি জন্মসূত্রে বিদেশী, রইল এটি বানানোর সহজ রেসিপি

  • এই খাবারটিকে ভাপা পিঠার আত্মীয়ও বলা হয়
  • দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় খাবার
  • নামমাত্র তেলে পেট ভরা এই খাবার অনেকেরই পছন্দ
  • বিশ্ব ইডলি দিবসে রইল বানানোর সহজ রেসিপি

দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় খাবার যা তৈরি হয় ডাল ও চাল দিয়ে৷ খাদ্যরসিকরা মজা করে এই খাবারটিকে ভাপা পিঠার আত্মীয়ও বলেন। নামমাত্র তেলে পেট ভরা এই খাবার অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে। তা বিকেলের জল খাবার হোক বা অফিসের লাঞ্চ হোক নরম তুলতুলে ইডলি পছন্দ অনেকেরই। তবে জানলে অবাক হবেন, এটি ভারতীয়দের অত্যন্ত প্রিয় খাদ্য হলেও এর জন্ম কিন্তু আদপেও ভারতে নয়। এর জন্মসূত্রে ইডলি আরবের। আজ বিশ্ব ইডলি দিবস। তাই এই সুস্বাদু খাদ্য বানানোর এক সহজ পদ্ধতি দেখে নেওয়া যাক-

আরও পড়ুন- কী ভাবে ভিটামিন ডি সংগ্রহ করবেন, জানুন এই পদ্ধতিগুলি

Latest Videos

ইডলি বানাতে লাগবে-

মাসকলাই অথবা বিউলির ডাল ১ কাপ
আতপ চাল ১ কাপ
মেথি ২ চামচ
বেকিং সোডা ১ চা চামচ
লবন স্বাদ মতন

আরও পড়ুন- লকডাউনের জন্য পার্লারে যেতে পারছেন না, ঘরেই ত্বকের যত্ন নিন এইভাবে

যে ভাবে বানাবেন-


 চাল ও ডাল আলাদা আলাদা পাত্রে ভাল করে ধুয়ে অন্তত চার ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। 
তারপর জল থেকে তুলে আর এক বার ঠাণ্ডা জলে ধুয়ে আলাদা আলাদা মিহি করে বেটে নিতে হবে। 
সেই সঙ্গে মেথিও বেটে নিতে হবে। 
এ বার চাল বাটা, ডাল বাটা এবং মেথি বাটা এক সঙ্গে একটি পাত্রে মিশিয়ে নিন। 
সেই পাত্রটি চাপা দিয়ে সারা রাত রেখে দিন। 
পরের দিন ইডলি বানানোর সময়ে এক বার ভাল করে মিশ্রণটি নাড়িয়ে নিন। 
ইডলি বানানোর পাত্রে অল্প করে নারকেল তেল লাগিয়ে নিন। 
এবারে ইডলির মিশ্রণে ওই মোল্ডে হাতা করে ঢেলে দিন। 
স্টিমারে ৭-১০ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে ইডলি।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today
'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
শ্মশান কালী মন্দিরে হামলা! মূর্তি ভাঙচুরে চাঞ্চল্য বারসাদভিটায়, দেখুন | Barsadbhita News Today