শীতকালে বিশেষ যত্ন নিন অয়েলি স্কিনের, মেনে চলুন এই রুটিন

  • শীতের রুক্ষ আবহাওয়ার প্রভাবে খারাপ হয়ে যায় ত্বকের অবস্থা
  • তাই প্রাণবন্ত ত্বক ফিরে পেতে চাই ত্বকের বাড়তি যত্নের
  • মেক-আপ-এর সরঞ্জামগুলিকেও ত্বকের সুস্থতার জন্য কয়েকদিনের জন্য রাখুন দূরে
  • শীতকালে তাই বজায় রাখুন রোজকার নিয়মে ত্বকের যত্ন

শীতের রুক্ষ আবহাওয়ার প্রভাবে খারাপ হয়ে যায় ত্বকের অবস্থা। তাই প্রাণবন্ত ত্বক ফিরে পেতে চাই ত্বকের বাড়তি যত্নের। আর মেক-আপ-এর সরঞ্জামগুলিকেও ত্বকের সুস্থতার জন্য কয়েকদিনের জন্য রাখুন দূরে। যদিও বাঙালির বারো মাসে তেরো পার্বণ তবুও এই সবের মধ্যেই যত্ন নিতে হবে কাজের পাশাপাশি নিজেরও। সারাদিন কাজের ব্যস্ততা আর খাওয়া-দাওয়ার অনিয়মের ফলে এখনই যদি ত্বকের যত্ন নেওয়া শুরু না করেন, তবে পড়তে হতে পারে জটিল সমস্যায়। তাই বজায় রাখুন রোজকার নিয়মে ত্বকের যত্ন। বিশেষ করে যাদের ত্বক তৈলাত্ব। তাদের এই সময় ত্বকের প্রতি একটু বেশি যত্ন নেওয়া প্রয়োজন। কারণ এই সময়ে অয়েলি ত্বক বেশি কালচে দেখায়। তাই এইভাবে ত্বকের নিন যত্ন।

আরও পড়ুন- উচ্চ রক্তচাপের সমস্যা, শিল্পার টোটকাতেই রইল নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়

Latest Videos

যতই ঠান্ডা থাকুক জলের পরিমান কমাবেন না। প্রয়োজনে ফোনে রিমাইন্ডার দিয়ে সারাদিনের পর্যাপ্ত পরিমানে জল পান করুন।

শীতকাল হলেও বাইরে যাওয়ার আগে ব্যবহার করুন সানস্ক্রিন। এর ফলে ত্বক রোদের হাত থেকে রক্ষা পাবে। প্রয়োজনে সানগ্লাসও ব্যবহার করতে পারেন।

 

ত্বকের পরিচর্যার জন্য ভিটামিন ক্যাপসুল ব্যবহার করুন। ফ্যাস প্যাক, বা মাস্কের সঙ্গে এই ক্যপসুল মিশিয়ে নিয়ে ব্যবহার করুন।

আরও পড়ুন- ডায়মন্ড শেপ ক্যামেরার নজরকারা ডিজাইন, চমৎকার ফিচার-সহ লঞ্চ হচ্ছে এই স্মার্টফোন

বাইরে থেকে বাড়ি ফিরে আসার পরেই ফেসওয়াশ, ক্লিনজার, ও টোনার দিয়ে ত্বক পরিস্কার করে নিন।

শীতকালে সপ্তাহে একবার ব্যবহার করুন ফ্যাসপ্যাক। সেই সঙ্গে সপ্তাহে দুই থেকে তিন বার করুন ক্লিনআপ।

ডায়েটে এই সময় অবশ্যই রাখুন টাটকা শাক-সবিজ ও মরশুমি ফল। এই ডায়েটও সুস্থ রাখবে আপনার ত্বক-কে।

শীতকালে সপ্তাহে একবার স্ক্রাবিং করুন, এতে ত্বকে ডেড সেল দূর হয়ে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসতে সাহায্য করবে।

রাতে শোয়ার আগে নাইট ক্রীম বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

Share this article
click me!

Latest Videos

PM Modi Live : প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা! সরাসরি দেখুন
'TMC একা ৮০ শতাংশ ভোট পায় কি করে!' প্রশ্ন দিলীপ ঘোষের | Dilip Ghosh | BJP News |
কোন ফর্মুলায় আগামী নির্বাচনে বাজিমাত করবে BJP? ফাঁস করে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
ভোটে জিততেই RG Kar সাজানো ঘটনা বলছেন তৃণমূল, একহাত নিলেন Adhir Ranjan Chowdhury