Pakistan: প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তুলনা, ইমরান খানকে নিয়ে অবাক করা দাবি পাক মন্ত্রীর

দুবাইতে ভারত-পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে ফাওয়াদ চৌধুরী বলেছিলেন যে, ইমরান খান ভারতে খুবই জনপ্রিয়।

পাকিস্তানের অভ্যন্তরে ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে বিদ্বেষ ক্রমশই বাড়ছে। তাতে কিছুটা হলেও দিশেহারা ইমরান খানের মন্ত্রিসভার সদস্যরা। দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাবমূর্তি উজ্জ্বল করতে উঠে পড়ে লেগেছেন। তাই এবার ইমরানের তুলনা টানলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে। তাতেই পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী (Pak Minister Fawad Choudhery) দাবি করেন ইমরান খানের জনপ্রিয়তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনায় বেশি। 

দুবাইতে ভারত-পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে ফাওয়াদ চৌধুরী বলেছিলেন যে, ইমরান খান ভারতে খুবই জনপ্রিয়। এখনই যদি ইমরান খান একটি জলসা করেন দিল্লিতে তাহলে সেখানে প্রধানমন্ত্রী মোদীর জনসভার থেকেও বেশি ভিড় হবে। পাশাপাশি পাকিস্তানের তথ্য প্রযুক্তি মন্ত্রী ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দায়ি করেছেন। পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর এই মন্তব্য নিমেষেই ভাইরাল হয়ে যায়। প্রতিক্রিয়া জানাতে শুরু করে নেটিজেনরা। 

Latest Videos

পাকিস্তানে সম্প্রতি ইমরান খানের জনপ্রিয়তায় ভাঁটা পড়েছে। দেশের অর্থিক অবস্থা সামাল দিতে তিনি নাকি বিদেশি রাষ্ট্রনায়কদের দেওয়া উপহার বিক্রি করতে শুরু করেছেন- এমনটাও শোনা যাচ্ছে। যদিও ইমরান খান বা পাক প্রশাসন বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত তেমন কোনও প্রতিক্রিয়া জানায়নি। অন্যদিকে খাদ্য, আবাসন, নির্মাণ- এই তিনটি সূচকেই পিছিয়ে রয়েছে পাকিস্তান। দেশের মুদ্রাস্ফীতি ২.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইমরানের আমলে আন্তর্জাতিক মহলেও পাকিস্তানের নাম তেমন উজ্জ্বল হয়নি। সন্ত্রাসবাদীদের সাহায্য করার অভিযোগে রাষ্ট্রসংঘে কিছুটা হলেও কোনঠাসা পাকিস্তান। যদিও ইমরান খানের নেতৃত্বেই ১৯৯২ সালে পাকিস্তান ক্রিকেট বিশ্বকাপ জয় করেছিল। তাই পাকিস্তানের অন্দরে গুঞ্জন ক্যাপ্টেন হিসেবে ইমরান যতটা সফল ততটা ক্যারিশ্মা দেখাতে পারেননি প্রধানমন্ত্রী হয়ে।  

China: নতুন সীমান্ত আইন চিনে, ভারতের ওপর চাপ বাড়াতেই কি কঠোর বেজিং

Jammu Kashmir: পুঞ্চের জঙ্গলে এনকাউন্টার, পুলিশকে জঙ্গি ঘাঁটি চেনাতে গিয়ে নিহত পাক সন্ত্রাসবাদী

Ola Scooter: কী করে চার্জ দেবেন ওলা স্কুটারে, CEO-র একটি ভিডিওতে মুশকিল আসান

অন্যদিকে ইমরান খানের আমলে ভারতের সঙ্গেও পাকিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ভারত বারবারই যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করার অভিযোগ তুলছে পাকিস্তানের বিরুদ্ধে। পাশাপাশি জঙ্গি ও জঙ্গি অনুপ্রবেশেও পাকিস্তানের প্রত্যক্ষ মদত রয়েছে বলেও অভিযোগ ভারতে। 

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today