Parenting Tips: বাচ্চা সারাক্ষণ ইন্টারনেট ঘাঁটছে, সতর্ক করতে এই কয়টি জিনিস বাচ্চাকে বোঝান

আজকাল লক্ষ করছেন বাচ্চা ফোনে আড়াল করে কিছু দেখছে। বাচ্চা সারাক্ষণ হাতে ইন্টারনেট অ্যাকসেস (Internet Access) পেলে সে খারাপ পথে যেতেই পারে। এটা নতুন কিছু নয়। তবে, মা-বাবাকেই রক্ষা করতে হবে বাচ্চাকে। তাকে সঠিক জিনিস শেখান। ইন্টারনেট প্রসঙ্গে কয়টি সীমারেখা তৈরি করে রাখুন। ভুল পথে যাওয়ার আগে বাচ্চাকে রক্ষা করুন।

করোনার জেরে অতিষ্ট বিশ্ববাসী। ভ্যাকসিন আবিষ্কারের পরেও বন্ধ হয়নি করোনার সংক্রমণ। এখনও রাজ্যের কোথাও না কোথাও একাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন। এই করোনার (Corona) জেরে গত বছর থেকে ব্যহত জন জীবন। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও পুরোপুরি সব ঠিক হয়নি। স্কুল (School) খুলেছে ঠিকই, কিন্তু নির্দিষ্ট ক্লাসের জন্য। এখনও অধিকাংশ বাচ্চাই অনলাইনে পড়াশোনা করছেন। এখনকার বাচ্চাদের দুনিয়া বলতে মোবাইল (Mobile), ল্যাপটপ (Laptop) আর ইন্টারনেট (Internet)। সারাক্ষণ ফোন ঘেঁটে চলেছে। পড়াশোনা শেষ হলেও ব্যবহার করছে ইন্টারনেট। এদিক-ওদিক সাইট ঘেঁটে চলেছে। এখানেই শেষ নয়, আজকাল লক্ষ করছেন সে ফোনে আড়াল করে কিছু দেখছে। বাচ্চা সারাক্ষণ হাতে ইন্টারনেট অ্যাকসেস (Internet Access) পেলে সে খারাপ পথে যেতেই পারে। এটা নতুন কিছু নয়। তবে, মা-বাবাকেই রক্ষা করতে হবে বাচ্চাকে। তাকে সঠিক জিনিস শেখান। ইন্টারনেট প্রসঙ্গে কয়টি সীমারেখা তৈরি করে রাখুন। ভুল পথে যাওয়ার আগে বাচ্চাকে রক্ষা করুন।       

 

Latest Videos

আরও পড়ুন: Children’s Day 2021- জেনে নিন এর ইতিহাস এবং গুরুত্ব সম্পর্কে

আরও পড়ুন: Parenting Tips: বাচ্চা প্রেমে পড়েছে শুনে তাকে বকা দেবেন না, বুদ্ধি করে পরিস্থিতি সামাল দিন

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today