আজকাল লক্ষ করছেন বাচ্চা ফোনে আড়াল করে কিছু দেখছে। বাচ্চা সারাক্ষণ হাতে ইন্টারনেট অ্যাকসেস (Internet Access) পেলে সে খারাপ পথে যেতেই পারে। এটা নতুন কিছু নয়। তবে, মা-বাবাকেই রক্ষা করতে হবে বাচ্চাকে। তাকে সঠিক জিনিস শেখান। ইন্টারনেট প্রসঙ্গে কয়টি সীমারেখা তৈরি করে রাখুন। ভুল পথে যাওয়ার আগে বাচ্চাকে রক্ষা করুন।
করোনার জেরে অতিষ্ট বিশ্ববাসী। ভ্যাকসিন আবিষ্কারের পরেও বন্ধ হয়নি করোনার সংক্রমণ। এখনও রাজ্যের কোথাও না কোথাও একাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন। এই করোনার (Corona) জেরে গত বছর থেকে ব্যহত জন জীবন। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও পুরোপুরি সব ঠিক হয়নি। স্কুল (School) খুলেছে ঠিকই, কিন্তু নির্দিষ্ট ক্লাসের জন্য। এখনও অধিকাংশ বাচ্চাই অনলাইনে পড়াশোনা করছেন। এখনকার বাচ্চাদের দুনিয়া বলতে মোবাইল (Mobile), ল্যাপটপ (Laptop) আর ইন্টারনেট (Internet)। সারাক্ষণ ফোন ঘেঁটে চলেছে। পড়াশোনা শেষ হলেও ব্যবহার করছে ইন্টারনেট। এদিক-ওদিক সাইট ঘেঁটে চলেছে। এখানেই শেষ নয়, আজকাল লক্ষ করছেন সে ফোনে আড়াল করে কিছু দেখছে। বাচ্চা সারাক্ষণ হাতে ইন্টারনেট অ্যাকসেস (Internet Access) পেলে সে খারাপ পথে যেতেই পারে। এটা নতুন কিছু নয়। তবে, মা-বাবাকেই রক্ষা করতে হবে বাচ্চাকে। তাকে সঠিক জিনিস শেখান। ইন্টারনেট প্রসঙ্গে কয়টি সীমারেখা তৈরি করে রাখুন। ভুল পথে যাওয়ার আগে বাচ্চাকে রক্ষা করুন।
আরও পড়ুন: Children’s Day 2021- জেনে নিন এর ইতিহাস এবং গুরুত্ব সম্পর্কে