করোনা মোকবিলায় নিজের ৬ মাসের বেতন দিলেন কুস্তিগির বজরং পুনিয়া

  • করোনা মোকাবিলায় উদ্যোগ কুস্তিগির বজরং পুনিয়ার
  • নিজের ৬ মাসের বেতন হরিয়াণ সরকারকে দেওয়ার সিদ্ধান্ত
  • করোনা আক্রান্তদের চিতিৎসার জন্যএই সিদ্ধান্ত পুনিয়ার
  • বজরংয়ের সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী
     

ক্রমশ গোটা দেশকে গ্রাস করছে করোনা ভাইরাস। ক্রমশ বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সাধারণের সচেতনতা বৃদ্ধিতে প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি এগিয়ে আসছেন ক্রীড়া ব্যক্তিত্বরা। বিভিন্নভাবে বাড়িয়ে দিচ্ছেন সাহায্যেরা হাত। এবাার কোভিড ১৯ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এলেন দেশের তারকা কুস্তিগির বজরং পুনিয়া। নিজের ৬ মাসের বেতন হরিয়ানা করোনা রিলিফ ফান্ডে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বজরং।

আরও পড়ুনঃকরোনা যুদ্ধে জয়, সুস্থ আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা

Latest Videos

করোনা ভাইরাসের থাবায় পৃথিবী জুড়ে এখনও জুড়ে ৩ লক্ষ ৮০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ হাজার। ভারতেও আক্রান্তের  সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। কুস্তিগির বজরং পুনিয়া ঘোষণা করলেন ছ’মাসের বেতন দান করবেন। হরিয়ানা সরকারকে সেই টাকা দেবেন বজরং। খরচ করা হবে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য। বজরংয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হরিয়ানা সরকারও। 

আরও পড়ুনঃ১২৪ বছরের ইতিহাসে এই প্রথম, অবশেষে করোনা আতঙ্কে স্থগতি হল টোকিও অলিম্পিক

আরও পড়ুনঃকরোনায় আক্রান্ত ফুটবলার ফেলাইনি,চিনের হাসপাতালে চিকিৎসাধীন বেলজিয়ান তারকা

বজরং এখন সোনপতের একটি অ্যাপার্টমেন্টে অনুশীলন করছেন। তাঁর কোচ শাকো বেনটিনিডিস ফিরে গিয়েছেন জর্জিয়ায়। ২০২০ টোকিও অলিম্পিকে বজরং পুনিয়া ভারতের হয়ে পদক আনার জন্য অন্যতম ভরসার নাম। কিন্তু করোনা আতঙ্কের জেরে পিছিয়ে যাচ্ছে অলিম্পিক, তা একপ্রকার নিশ্চিত। ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী বজরং কর্মসূত্রে রেলের সঙ্গে যুক্ত। সোশ্যাল মিডিয়ায় বজরংয়ের ঘোষণা, ‘‘আমার ছ’মাসের বেতন দান করার সিদ্ধান্ত নিয়েছি।’’ এই টুইট করার পরেই বজরংয়ের উদ্যোগের প্রশংসা করেন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলেন, প্রশংসনীয় উদ্যোগ। এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ও সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে এগিয়ে এসেছেন একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব। তালিকায় রয়েছে সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, পিভিব সিন্ধু, হিমা দাস সহ অন্যান্যরা। এবার বজরং পুনিয়র ৬ মাসের বেতন করোনা আক্রান্তদের চিকিৎসায় খরচ করার সিদ্ধান্ত কুর্নিশ জানিয়েছে গোটা দেশে।

 

 

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
'মাননীয়া আপনার শাড়িতে দুর্নীতির কালো ছোপ ছোপ দাগ' মমতাকে (Mamata) এ কী বললেন অগ্নিমিত্রা ?
আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি