প্যারালিম্পিক্সে টেবিল টেনিসের ফাইনালে ভারত, রূপো জয় নিশ্চিৎ ভাবিনা প্যাটেলের

টোকিও অলিম্পিক্সে ইতিহাস রচনা করলেন ভাবিনা প্যাটেল। সেমি ফাইনালে চিনা প্রতীদ্বন্দ্বীকে হারালেন ৩-২ ব্যবধানে। একইসঙ্গে রূপো জয় নিশ্চিৎ করলেন ভারতীয় প্যাডলার।
 

টোকিও প্যারালিম্পিক্সে টেবিল টেনিসের সেমি ফাইনালে উঠে শুক্রবারই ব্রোঞ্জ পদক জয় নিশ্চিৎ করেছিলেন ভারতীয় প্যাডলার ভাবিনা প্যাটেল। এবার সেমি ফাইনালে চিনা প্রতীদ্বন্দ্বীকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে ফাইনালে উঠলেন ভাবিনা। নিশ্চিৎ করলেন রূপো জয়। প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই নজির গড়লেন ভাবিনা। ফাইনালে টিকিট পাকা করতেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি। এবার তার পাখির চোখ ফাইনালে জিতে সোনার স্বপ্ন পূরণ করা।

 

Latest Videos

 

সেমি ফাইনালে ভাবিনা প্যাটেলের প্রতিপক্ষ ছিলেন বিশ্বের ৩ নম্বর তারকা চিনের মিয়ায়ো ঝ্যাং। ৫ সেটের লড়াইয়ে ৩-২ ব্যবধানে জয় পান ভাবিনা। প্রথম গেমে ৭-১১ ব্যবধানে হারলেও, দ্বিতীয় সেটে দুরন্তভাবে ম্যাচে কামব্যাক করেন তিনি। পরপর দুটি গেম ১১-৭, ১১-৪ ব্যবধানে জিতে লিড নেন ভাবিনা। চতুর্থ গেমে আবার ম্যাচে ফেরেন চিনা প্রতীদ্বন্দ্বী। লড়াই করেও ১১-৯ ব্যবধানে হারতে হয় ভাবিনাকে। শেষ গেমে রুদ্ধশ্বাস লড়াই হয় দুজনের। কিন্তু শেষ পর্যন্ত ১১-৮ ব্যবধানে জিতে ইতিহাস তৈরি করলেন ভাবিনা প্যাটেল।

 

 

 

আরও পড়ুনঃক্রিকেটে শুরু Smart Ball-এর ব্যবহার, উন্মচিত অজানা অনেক দিক, জানুন এই বলের ব্যবহার ও বিশেষত্ব

আরও পড়ুনঃমরুদেশে আইপিএলে খেলবেন না ৬ তারকা ক্রিকেটার, হতাশ ক্রিকেট প্রেমিরা

আরও পড়ুনঃব্রা-লেটে বোল্ড থেকে শাড়িতে নারী, নেট দুনিয়ায় ঝড় তুললেন শামি পত্নী হাসিন জাহান, দেখুন ছবি

ফাইনালের টিকিট পাকা করার পর ভাবিনা প্যাটেলকে শুভেচ্ছা জানিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। ফাইনালের জন্যও আগাম শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সাই ও ভারতীয় প্যারিলিম্পক্সের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে ভারতীয় প্যাডলারকে। রবিবার সকাল ৭.১৫ মিনিটে ফাইনালে ভাবীনা প্যাটেলের সামনে বিশ্বের এক নম্বর চিনের ইং ঝৌ। উচ্ছ্বাসে গা না ভাসিয়ে ভাবিনার পাখির চোখ গোল্ডের দিকে।

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন