- Home
- Sports
- Cricket
- ব্রা-লেটে বোল্ড থেকে শাড়িতে নারী, নেট দুনিয়ায় ঝড় তুললেন শামি পত্নী হাসিন জাহান, দেখুন ছবি
ব্রা-লেটে বোল্ড থেকে শাড়িতে নারী, নেট দুনিয়ায় ঝড় তুললেন শামি পত্নী হাসিন জাহান, দেখুন ছবি
- FB
- TW
- Linkdin
ইংল্যান্ড সফরে রয়েছেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি। ব্রিটিশদের বিরুদ্ধে ২২ গজে আগুন ঝড়াচ্ছেন শামি। প্রথম তিনটি টেস্টেই অনবদ্য বোলিং করেছেন তারকা পেসার।
একদিকে যখন ২২ গজে আগুন ঝড়াচ্ছেন মহম্মদ শামি। ঠিক তখন অপরদিকে সোশ্যাল মিডিয়ায় নিজের হটনেসে আগুন ঝড়াচ্ছেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান।
সোশ্যাল মিডিয়ায় বরাবরই খুবই সক্রিয় হাসিন জাহান। ঘনঘন নিজের বিভিন্ন পোজের ছবিও শেয়ার করেন তিনি। নিজের হট লকুসের ছবিও শেয়ার করেন হাসিন। যা ঝড় তোলে নেট দুনিয়ায়।
মহম্মদ শামির সঙ্গে পারিবারিক বিবাদের পর মেয়েকে নিয়ে একাই থাকেন হাসিন জাহান। কখনও কখনও এমন ছবি শেয়ার করেন হাসিন যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্কে তৈরি হয়।
বিতর্ককে কোনও দিনই পাত্তা দেননি হাসিন জাহান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একের পর এক হট ছবি শেয়ার করেছেন হাসিন জাহান। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি।
হাসিন জাহান ইনস্টাগ্রামে তার একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি ব্রালেট বার করে একটি ফটোশুট করছেন। এই ছবিতে, তিনি সাদা প্যান্টের সাথে একটি কালো খোলা জ্যাকেট পরে আছেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া হাসিন জাহানের এই ছবিটি বিতর্ক তৈরি করেছে। যা নিয়ে নেটিজেনরা সমালোচনা করতেও পিছ পা হয়নি। অশালীন পোষাক পড়া নিয়েও মন্তব্য করেছেন নেটাগরিকরা।
একইসঙ্গে শাড়ি নিজের শাড়ি পড়া একটি ছবি শেয়ার করেছেন হাসিন জাহান। একেবারে হিন্দু বাঙালি ঘরোয়া বউ হিসেবে সেজে উঠেছেন হাসিন জাহান৷ হাতে শাঁখা -পলা, পরণে সাধাসিধে করে পরা হলুদ তাঁতের শাড়ি৷
সম্পূর্ণ ভিন্ন লুকসে হাসিন জাহানের এই ছবিও নেট দুনিয়ায় মুহূর্তে ঝড় তুলেছে। একইসঙ্গে ট্রোলড হয়েছেন হাসিন জাহান। নেটিজেনরা ভালো-মন্দ নানা ধরনের কমেন্ট করেন তার ছবিতে।
বিয়ের আগে মডেলিং, অভিনয় ও চিয়ার লিডারের কাজের সঙ্গে যুক্ত ছিলেন হাসিন জাহান। মাঝে বিয়ের পর পেশা ছাড়লেও, শামির সঙ্গে বিবাদের পর ফের সেই পেশায় ফিরে এসেছেন হাসিন।