'ফিট না থাকলে রঞ্জি ট্রফিতে খেলছি কী করে?' অজিত আগরকরকে তোপ মহম্মদ শামির

Published : Oct 14, 2025, 03:02 PM IST
jasprit bumrah vs mohammed shami

সংক্ষিপ্ত

Mohammed Shami: গত কয়েক বছরে ধারাবাহিকভাবে ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। তবে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই পেসার।

DID YOU KNOW ?
বিশ্বকাপে সেরা পেসার
২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখান পেসার মহম্মদ শামি। তিনি সবচেয়ে বেশি উইকেট নেন।

Mohammed Shami Fitness: তাঁর ফিটনেস নিয়ে বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগরকর (BCCI Chief Selector Ajit Agarkar) সম্প্রতি যে ব্যাখ্যা দিয়েছেন, তার বিরোধিতা করলেন মহম্মদ শামি। এই অভিজ্ঞ পেসার বলেছেন, ‘ভারতীয় দলের পক্ষ থেকে ফিটনেসের বিষয়ে জানতে চেয়ে আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। আমি নিজের ফিটনেসের বিষয়ে কাউকে অবগত করব না। আমার সেটা করার কথা না। ওদেরই আমাকে জিজ্ঞাসা করতে হবে। আমি যদি চার দিনের ক্রিকেট খেলতে পারি, তাহলে কেন ৫০ ওভারের ম্যাচ খেলতে পারব না? আমি যদি ফিট না থাকতাম, তাহলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) থাকতাম। এখানে রঞ্জি ট্রফি ম্যাচ খেলতাম না।’ শামি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, ফিটনেস সংক্রান্ত সমস্যার জন্য তাঁকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে বলে মনে করেন না।

কেন জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না শামি?

ইংল্যান্ড সফরে (India Tour of England, 2025) জাতীয় দলে সুযোগ পাননি শামি। এরপর এশিয়া কাপ (Asia Cup 2025), দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ (India vs West Indies), অস্ট্রেলিয়া সফরে (India Tour of Australia, 2025) ওডিআই ও টি-২০ সিরিজেও খেলার সুযোগ পাননি এই পেসার। তিনি আর কোনওদিন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। সম্প্রতি সাংবাদিক বৈঠকে শামি সম্পর্কে প্রশ্নের জবাবে আগরকর বলেছেন, এই পেসারের ফিটনেসের বিষয়ে তাঁদের কাছে কোনও খবর নেই। শামি সম্প্রতি খুব বেশি ম্যাচ খেলেননি বলেও উল্লেখ করেছেন প্রধান নির্বাচক। তাঁর সেই বক্তব্যের বিরোধিতা করেছেন শামি।

চ্যাম্পিয়নস ট্রফির পর থেকেই জাতীয় দলের বাইরে শামি

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে (2025 ICC Champions Trophy) শেষবার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান শামি। এরপর থেকেই তিনি আর জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। আপাতত এই পেসারের জাতীয় দলে ফেরার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩৫
পেসার মহম্মদ শামির বয়স ৩৫ বছর।
ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল পেসার মহম্মদ শামির বয়স এখন ৩৫ বছর।
Read more Articles on
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: এবার পাকাপাকিভাবে রাজস্থান রয়্যালসের অধিনায়ক? মুখ খুললেন রিয়ান পরাগ
India vs South Africa 3rd ODI: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে শেষ একদিনের ম্যাচ শনিবার, হারলেই সিরিজ হাতছাড়া ভারতের