
Mohammed Shami Fitness: তাঁর ফিটনেস নিয়ে বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগরকর (BCCI Chief Selector Ajit Agarkar) সম্প্রতি যে ব্যাখ্যা দিয়েছেন, তার বিরোধিতা করলেন মহম্মদ শামি। এই অভিজ্ঞ পেসার বলেছেন, ‘ভারতীয় দলের পক্ষ থেকে ফিটনেসের বিষয়ে জানতে চেয়ে আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। আমি নিজের ফিটনেসের বিষয়ে কাউকে অবগত করব না। আমার সেটা করার কথা না। ওদেরই আমাকে জিজ্ঞাসা করতে হবে। আমি যদি চার দিনের ক্রিকেট খেলতে পারি, তাহলে কেন ৫০ ওভারের ম্যাচ খেলতে পারব না? আমি যদি ফিট না থাকতাম, তাহলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) থাকতাম। এখানে রঞ্জি ট্রফি ম্যাচ খেলতাম না।’ শামি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, ফিটনেস সংক্রান্ত সমস্যার জন্য তাঁকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে বলে মনে করেন না।
ইংল্যান্ড সফরে (India Tour of England, 2025) জাতীয় দলে সুযোগ পাননি শামি। এরপর এশিয়া কাপ (Asia Cup 2025), দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ (India vs West Indies), অস্ট্রেলিয়া সফরে (India Tour of Australia, 2025) ওডিআই ও টি-২০ সিরিজেও খেলার সুযোগ পাননি এই পেসার। তিনি আর কোনওদিন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। সম্প্রতি সাংবাদিক বৈঠকে শামি সম্পর্কে প্রশ্নের জবাবে আগরকর বলেছেন, এই পেসারের ফিটনেসের বিষয়ে তাঁদের কাছে কোনও খবর নেই। শামি সম্প্রতি খুব বেশি ম্যাচ খেলেননি বলেও উল্লেখ করেছেন প্রধান নির্বাচক। তাঁর সেই বক্তব্যের বিরোধিতা করেছেন শামি।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে (2025 ICC Champions Trophy) শেষবার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান শামি। এরপর থেকেই তিনি আর জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। আপাতত এই পেসারের জাতীয় দলে ফেরার সম্ভাবনা দেখা যাচ্ছে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।