
Virat Kohli-Rohit Sharma: বিরাট কোহলি ও রোহিত শর্মার পাশে দাঁড়িয়ে বিসিসিআই-এর (BCCI) নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন অফ-স্পিনার হরভজন সিং (Harbhajan Singh)। তিনি পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘ভারতীয় দলে সিনিয়র ক্রিকেটারদের যে অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তা আমাদের বোঝার বাইরে। আমি হয়তো এই প্রশ্নের জবাব দিতে পারব না। কিন্তু আমিও একজন খেলোয়াড় ছিলাম। আমার সঙ্গেও এরকম হয়েছে। আমার অনেক সতীর্থকেও একইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এ বিষয়ে কথা বলি না বা আলোচনা করি না।’ বর্তমানে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) নিয়ে বিতর্ক চলছে। এবার সেই বিতর্কই উস্কে দিলেন হরভজন।
বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগরকর ও গম্ভীরের সঙ্গে জাতীয় দলের হয়ে খেলেছেন হরভজন। তিনি বিরাট ও রোহিতের পাশে দাঁড়িয়ে নাম না করে প্রাক্তন সতীর্থদের আক্রমণ করে বলেছেন, ‘এটা একটু দুর্ভাগ্যজনক যে যারা বিরাট ও রোহিতের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, তারা নিজেরা খুব বেশি সাফল্য পায়নি। বিরাট ও রোহিত সবসময় রান করেছে। ওরা সবসময় ভারতীয় দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। ওদের জন্য আমি খুব খুশি। ওরা এখনও খুব ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। ওরা শুধু ভালো পারফরম্যান্সই দেখাচ্ছে না, তরুণ প্রজন্মের জন্য উদাহরণও রাখছে। চ্যাম্পিয়ন হতে গেলে কী করতে হয়, তা দেখিয়ে দিচ্ছে ওরা।’
বিরাট ও রোহিত এখন শুধু ওডিআই ফর্ম্যাটে খেলছেন। তাতেই গম্ভীরের সঙ্গে তাঁদের সমস্যা হচ্ছে বলে শোনা যাচ্ছে। তবে শুধু রোহিত ও বিরাটের সঙ্গেই নয়, আরও কয়েকজন ক্রিকেটারের সঙ্গেও গম্ভীরের সম্পর্ক ভালো নয় বলে আলোচনা চলছে। টেস্ট ক্রিকেটে ভারতীয় দল টানা ব্যর্থ হওয়ায় গম্ভীরকে নিয়ে প্রশ্ন উঠছে। বিভিন্ন মহল থেকে তাঁকে সরিয়ে দেওয়ার দাবিও উঠছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।