IPL 2023: শুবমানের চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো শুরু করেছিল কাম্বলি, মন্তব্য কপিলের

ভারতীয় ক্রিকেট দলের তরুণ সদস্যদের মধ্যে সবচেয়ে বড় তারকা হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছেন শুবমান গিল। আন্তর্জাতিক ক্রিকেটে ৩ ফর্ম্যাটেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন এই তরুণ ব্যাটার।

আন্তর্জাতিক ক্রিকেট, আইপিএল-এ যত ভালো পারফরম্যান্সই দেখান না কেন, শুবমান গিলকে এখনই মহান ব্যাটার বলে মানতে নারাজ কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেব। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক শুবমানের প্রসঙ্গে প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির কথা উল্লেখ করেছেন। কপিল বলেছেন, 'আমাকে ভুল বুঝবেন না। শুবমান গিলের দক্ষতা নিয়ে আমার কোনও সন্দেহ নেই। কিন্তু কারও সঙ্গে তুলনা না করেই আমি একজন ক্রিকেটারের কথা বলতে চাই। সে হল বিনোদ কাম্বলি। ও আন্তর্জাতিক ক্রিকেটে শুবমানের চেয়ে ভালো শুরু করেছিল। ফলে শুবমান এবার নিজেকে কীভাবে ধরে রাখবে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। ও এই বয়সেই যে প্রচার ও খ্যাতি পাচ্ছে, সেটা কীভাবে সামাল দেবে, সেটাও বড় প্রশ্ন।' আন্তর্জাতিক ক্রিকেটের শুরুতেই টেস্ট ম্যাচে জোড়া দ্বিশতরান করেন কাম্বলি। কিন্তু এরপর আর বেশি সাফল্য পাননি তিনি। 

কপিল আরও বলেছেন, ‘সুনীল গাভাসকার এসেছেন। সচিন তেন্ডুলকর এসেছে। তারপর রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেহবাগ, বিরাট কোহলি এসেছে। এখন শুবমান গিল যেভাবে ব্যাটিং করছে, তাতে মনে হচ্ছে ও মহান ক্রিকেটারদের পদাঙ্ক অনুসরণ করছে। তবে ওর সম্পর্কে বড় কোনও দাবি করার আগে আমি আরও একটি মরসুম অপেক্ষা করতে চাই। শুবমান অবশ্যই প্রতিভাবান ক্রিকেটার। কিন্তু আমি এখনই কারও সঙ্গে ওর তুলনা করতে চাই না। ও গাভাসকর, সচিন, বিরাটের মতোই মহান ক্রিকেটার হয়ে উঠছে কি না, আরও একটি মরসুমের পরেই বলতে পারব। একটি বা দু'টি মরসুমের পরেই ব্যাটারদের শক্তি ও দুর্বলতা জেনে যায় বোলাররা। তবে শুবমান যদি ৩-৪ মরসুম ধরে ভালো পারফরম্যান্স দেখাতে পারে, তাহলে ওকে মহান ক্রিকেটার বলা যাবে।’

Latest Videos

শুবমান সম্পর্কে কপিল আরও বলেছেন, ‘শুবমান এখন ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ওর এই ভালো সময় কতদিন চলে, সেটা আমাদের দেখতে হবে। ও অনেক রান করার পর যখন খারাপ সময় আসবে, তারপর কীভাবে প্রত্যাবর্তন ঘটাবে, সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সূর্যকুমার যাদব টানা রান করার পর ৩ ম্যাচে ০ রানে আউট হয়ে যায়। তারপর ও দারুণ প্রত্যাবর্তন ঘটিয়েছে। যে খেলোয়াড়রা এভাবে প্রত্যাবর্তন ঘটাতে পারে, তারা সম্মান পায়। এই কারণেই ভালো সময় পেরিয়ে যাওয়ার পর কীভাবে প্রত্যাবর্তন ঘটায়, সেটা দেখার অপেক্ষায় আছি।’

আরও পড়ুন-

IPL Final: এবার ফাইনালের জন্য ভালোভাবে তৈরি সিএসকে, দাবি স্টিফেন ফ্লেমিংয়ের

IPL 2023 Qualifier 2: আইপিএল-এ এটাই হয়তো আমার সেরা ইনিংস, বললেন শুবমান গিল

আর্থিক সমস্যায় চিকিৎসা করাতে পারছেন না, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি পিয়ালির

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today