সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ অসাধারণ ফর্মে গুজরাট টাইটানসের তরুণ ওপেনার শুবমান গিল। শুক্রবার মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারেও দুর্দান্ত ইনিংস খেললেন এই তরুণ ব্যাটার।

শুক্রবার রাতে আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে যে অসাধারণ ইনিংস খেলেছেন, সেই ইনিংসকেই আইপিএল-এ নিজের সেরা বলে উল্লেখ করলেন গুজরাট টাইটানসের ওপেনার শুবমান গিল। দলকে টানা দ্বিতীয়বার ফাইনালে নিয়ে যাওয়ার পর শুবমান বলেন, ‘আইপিএল-এ এটাই হয়তো আমার সেরা ইনিংস। আমি ব্যাটিং করার সময় প্রতিটি বল নিয়ে ভাবি। প্রতিটি ওভার নিয়ে ভাবি। যে ওভারে ৩টি ওভার-বাউন্ডারি মারি, সেই ওভারের পরেই ছন্দ পেয়ে যাই। তখনই মনে হয়, দিনটা আমার হতে পারে। হয়তো বড় স্কোর করতে পারব। ব্যাটিং করার পক্ষে এই উইকেট ভালো ছিল। আমি ব্যাটিং করার সময় সচেতনভাবে অন্যরকম শট খেলার চেষ্টা করি না। সেটা ব্যাটিং করতে করতে হয়ে যায়। আমার কাছে নিজের উপর বিশ্বাস রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

শুবমান আরও বলেছেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়েছি। গত মরসুমেও ভালো পারফরম্যান্স দেখিয়েছি। আমি যখন ভালো ব্যাটিং করি, তখন আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। সেই সময় মনে হয় বড় স্কোর করতে পারব। গত ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকেই আমি অন্যরকমভাবে ব্যাটিং করছি। গতবারের আইপিএল-এর আগে আমি চোট পাই। তারপর থেকেই আমি ব্যাটিংয়ে উন্নতি করার চেষ্টা করছি। টি-২০ বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সিরিজের আগে আমি ব্যাটিংয়ে কিছু পরিবর্তন করি। মাঠের বাইরে অনেক প্রত্যাশা থাকে কিন্তু মাঠে নামলে তখন দলের জন্য অবদান রাখার কথা ছাড়া অন্য কিছু ভাবি না।’

গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেছেন, ‘আমাদের দলের ভালো পারফরম্যান্সের পিছনে অনেক পরিশ্রম আছে। দলের সবাই অনুশীলনে যে কঠোর পরিশ্রম করে, ম্যাচে তার প্রতিফলন দেখা যায়। শুবমান যে স্পষ্ট ধারণা ও আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করছে সেটা অসামান্য। ওর এদিনের ইনিংস অন্যতম সেরা। ওর ব্যাটিং দেখে কখনও মনে হয়নি তাড়াহুড়ো করছে। ওর ব্যাটিং দেখে মনে হচ্ছিল কেউ যেন বল ছুড়ছে আর ও মারছে। ও আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটে সুপারস্টার হয়ে উঠবে। আমি ওর সঙ্গে কথা বলি। আমি সবসময় চাই দলের বাকিরা আমার কাছ থেকে প্রাণশক্তি নিক। আমাদের দলের সবাই নিজেদের দায়িত্ব পালন করছে। এই কারণেই আমরা সাফল্য পাচ্ছি। রশিদকে (খান) নিয়ে নতুন করে কিছু বলার নেই। কঠিন পরিস্থিতিতে ওর উপর ভরসা করতে পারি।’

আরও পড়ুন-

IPL 2023: শুবমানের নজির গড়ার দিনে সহজ জয়, টানা দ্বিতীয়বার আইপিএল ফাইনালে গুজরাট টাইটানস

IPL Closing Ceremony: সুপার বোলের মতো ম্যাচের মাঝপথে আইপিএল-এর সমাপ্তি অনুষ্ঠান

আর্থিক সমস্যায় চিকিৎসা করাতে পারছেন না, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি পিয়ালির