মার্ক বাউচারের বিদায়, নতুন মরসুমে পুরনো কোচের উপর আস্থা মুম্বই ইন্ডিয়ানসের

Published : Oct 13, 2024, 08:37 PM ISTUpdated : Oct 13, 2024, 09:06 PM IST
Mark Boucher

সংক্ষিপ্ত

আইপিএল-এর নতুন মরসুমের জন্য সব ফ্র্যাঞ্চাইজিই প্রস্তুতি শুরু করে দিয়েছে। অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ানসও ২০২৫ সালের আইপিএল-এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে।

২০২৫ সালের আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের নতুন প্রধান কোচ নিযুক্ত হলেন শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটার মাহেলা জয়বর্ধনে। তিনি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার মার্ক বাউচারের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ানসের নতুন প্রধান কোচ হলেন। ২০২৩ ও ২০২৪ সালের আইপিএল-এ রোহিত শর্মাদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন বাউচার। এবার তাঁকে সরে যেতে হল। জয়বর্ধনে অবশ্য মুম্বই ইন্ডিয়ানসে নতুন নন। তিনি ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের প্রধান কোচ হিসেবে কাজ করেন। জয়বর্ধনের কোচিংয়ে দুর্দান্ত সাফল্য পায় মুম্বই ইন্ডিয়ানস। ২০১৭ সালে তৃতীয়বার আইপিএল জেতেন রোহিতরা। এরপর তাঁরা ২০১৯ ও ২০২০ সালেও চ্যাম্পিয়ন হন। তারপর থেকে অবশ্য খেতাব জিততে পারেনি মুম্বই ইন্ডিয়ানস। ২০২২ সালে গ্লোবাল হেড অফ ক্রিকেট নিযুক্ত হন জয়বর্ধনে। তিনি বিভিন্ন দেশের লিগে মুম্বই ইন্ডিয়ানসের হয়ে কাজ করতে থাকেন। এই কাজেও সাফল্য পান জয়বর্ধনে। এই কারণে তাঁকে মুম্বই ইন্ডিয়ানসের প্রধান কোচের দায়িত্বে ফেরানো হল।

ফের সাফল্যের লক্ষ্যে মুম্বই ইন্ডিয়ানস

২০২৪ সালের আইপিএল-এ পয়েন্ট তালিকায় সবার শেষে ছিল মুম্বই ইন্ডিয়ানস। রোহিতের পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে কোনও লাভ হয়নি। ১০ ম্যাচে অধিনায়কত্ব করে দলকে মাত্র ৪ ম্যাচে জেতাতে সক্ষম হন হার্দিক। তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। তার আগে কোচ বদল করা হল।

রোহিতকে রিটেইন করবে মুম্বই ইন্ডিয়ানস?

২০২৫ সালের আইপিএল-এর নিলামের আগে রোহিত ও হার্দিককে মুম্বই ইন্ডিয়ানস দলে রাখা হবে কি না, সেটা নিয়ে এখন জল্পনা চলছে। মোট ৬ জন ক্রিকেটারকে রিটেইন করতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। কাদের রিটেইন করা হবে, সে বিষয়ে নতুন প্রধান কোচের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে মুম্বই ইন্ডিয়ানস ম্যানেজমেন্ট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

২০২৫ সালের আইপিএল-এ চিপকে খেলেই অবসর? মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে নতুন জল্পনা

আইপিএল-এ প্লেয়ার রিটেনশনের নতুন নিয়ম, সবচেয়ে বেশি লাভবান হবে সিএসকে?

আইপিএল-এ আরসিবি-র কাছে হারের পর রাগে ড্রেসিংরুমে টেলিভিশন সেট ভেঙেছিলেন 'ক্যাপ্টেন কুল' ধোনি?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে