সংক্ষিপ্ত
বাঙালি সারা বিশ্বেই ছড়িয়ে আছে। বাঙালি মানেই ফুটবলপ্রেমী। ফলে বাঙালিদের হাত ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে কলকাতা ফুটবলে ইস্টবেঙ্গল-মোহনবাগানের লড়াই।
এক সমর্থকের হাত ধরে পারথ স্টেডিয়ামের গ্যালারিতে শোভা পেল ইস্টবেঙ্গলের জার্সি। শুক্রবার শুরু হয়েছে বর্ডার-গাভাসকর ট্রফি। পারথ স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম দিন গ্যালারি কানায় কানায় পূর্ণ ছিল। স্থানীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি ভারতীয়রাও জসপ্রীত বুমরা-প্যাট কামিন্সদের লড়াই দেখতে গিয়েছিলেন। তাঁদেরই মধ্যে ছিলেন এক ইস্টবেঙ্গল সমর্থক। তিনি গ্যালারিতে প্রিয় দলের সুপরিচিত লাল-হলুদ জার্সি তুলে ধরেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়েছে। ইস্টবেঙ্গল সমর্থকরা এই ঘটনায় গর্বিত। তাঁরা এই সমর্থককে সাধুবাদ জানাচ্ছেন। অস্ট্রেলিয়ার অনেক ফুটবলারই আইএসএল-এর বিভিন্ন দলে খেলছেন। ফলে অস্ট্রেলিয়ায় বেশ পরিচিত ইস্টবেঙ্গল। শুক্রবার ফের লাল-হলুদ জার্সির সঙ্গে অস্ট্রেলিয়ানদের পরিচয় করিয়ে দিলেন এই ইস্টবেঙ্গল সমর্থক।
মোহনবাগান সুপার জায়ান্ট অনুশীলনে অস্ট্রেলিয়ার জার্সি!
ইস্টবেঙ্গলের এক সমর্থক যখন পারথের গ্যালারিতে প্রিয় দলের জার্সি তুলে ধরলেন, তখন কলকাতায় মোহনবাগান সুপার জায়ান্টের অনুশীলনে অস্ট্রেলিয়ার টেস্ট দলের জার্সি পরে হাজির হলেন জেমি ম্যাকলারেন। এবার মোহনবাগান সুপার জায়ান্ট দলে একাধিক অস্ট্রেলিয়ান ফুটবলার আছেন। তাঁরা ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নিজেদের দলের জয় চাইছেন। সে কথাই বুঝিয়ে দিলেন ম্যাকলারেন।
বিরতির পর মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট
জাতীয় দলের ম্যাচের জন্য আইএসএল-এ কিছুদিন বিরতি ছিল। শনিবার ঘরের মাঠে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে ফের লড়াই শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট। অন্যদিকে, ২৭ নভেম্বর ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হবে মহামেডান স্পোর্টিং ক্লাব। ২৯ নভেম্বর ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। লিগ টেবলে এখন দ্বিতীয় স্থানে সবুজ-মেরুন। শনিবার জয় পেলেই শীর্ষে পৌঁছে যেতে পারেন শুভাশিস বসু, বিশাল কাইথরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'সব ফর্ম্যাটেই বিশ্বের সেরা বোলার,' জসপ্রীত বুমরাকে বিরাট শংসাপত্র পাকিস্তানের কিংবদন্তির
রান আউট এড়াতে এ কী করলেন মার্নাস লাবুশেন! ক্ষুব্ধ মহম্মদ সিরাজ, ২২ গজে বচসা, ভাইরাল ভিডিও
'২৩ রানের জন্য ফেরারি পেলে না,' ত্রিশতরান হারানোয় ছেলে আর্যবীরকে বার্তা সেহওয়াগের