ক্লাবের আর্থিক পরিস্থিতির উন্নতি করার লক্ষ্যে এবার নবগঠিত কমিটিকে একাধিক শিল্পপতিকে রাখে ইস্টবেঙ্গল ক্লাব। কিন্তু কমিটি গঠনের কয়েক মাসের মধ্যেই সেই পরিকল্পনা ধাক্কা খেল।

মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে সম্পৃত্ত হওয়ার জেরে ইস্টবেঙ্গল ক্লাবের সহ-সভাপতি পদ থেকে সরে গেলেন শ্রাচী স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি এবং চেয়ারপার্সন তমাল ঘোষাল। বুধবার এক বিবৃতিতে রাহুল ও তমাল জানিয়েছেন, 'আমরা ইস্টবেঙ্গল ক্লাবের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করছি। শ্রাচী স্পোর্টস এখন মহামেডান স্পোর্টিং ক্লাবের ইনভেস্টর। আমরা সেখানে যথাক্রমে চেয়ারম্যান ও ডিরেক্টর পদে আছি। মহামেডান স্পোর্টিং ক্লাবে আমাদের ভূমিকা বাড়ছে। একইসঙ্গে আমাদের দায়বদ্ধতাও বাড়ছে। এই পরিস্থিতিতে আমাদের পক্ষে ইস্টবেঙ্গল ক্লাবের সহ-সভাপতি হিসেবে ঠিকমতো দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। সবদিক খতিয়ে দেখে আমরা সবপক্ষের স্বার্থরক্ষা করার জন্য ইস্টবেঙ্গল ক্লাবের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দিচ্ছি। ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে আমরা যেভাবে যুক্ত ছিলাম, তা অত্যন্ত মূল্যবান। আমরা যে সাহায্য পেয়েছি, যে অভিজ্ঞতা অর্জন করেছি, ক্লাবে থাকার সময় যে স্মৃতি রয়েছে, তার জন্য কৃতজ্ঞ। আমরা ক্লাবের সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।'

আর্থিকভাবে ধাক্কা খাবে ইস্টবেঙ্গল ক্লাব?

এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল। আইএসএল এবং এএফসি প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্সের লক্ষ্যে জানুয়ারিতে নতুন ট্রান্সফার উইন্ডোতে একাধিক বিদেশি ফুটবলারকে বদল করতে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। তার জন্য অর্থ দরকার। শ্রাচী স্পোর্টসের কর্তারা ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত থাকলে হয়তো অর্থ নিয়ে চিন্তা করতে হত না। কিন্তু রাহুল ও তমাল এখন সাদা-কালো শিবিরে। ফলে নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে ইস্টবেঙ্গল কর্তাদের।

Scroll to load tweet…

আইএসএল-এ ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ইস্টবেঙ্গল

চলতি আইএসএল-এ ৭ ম্যাচ খেলে এখনও জয় পায়নি ইস্টবেঙ্গল। ২৯ নভেম্বর পরের ম্যাচে লাল-হলুদ ব্রিগেডের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি। সেই ম্যাচে জয় পেতে মরিয়া ইস্টবেঙ্গল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বিরতির পর শুরু অনুশীলন, নর্থইস্ট ইউনাইটেড এফসি ম্যাচের প্রস্তুতিতে ইস্টবেঙ্গল

'এই ম্যাচে পয়েন্ট পাওয়া ইস্টবেঙ্গলের মনোবল বাড়াবে,' মানছেন মহামেডান কোচ

'৯-১১' চ্যালেঞ্জ মোকাবিলার পরিকল্পনা কী ছিল? লড়াইয়ের রহস্য ফাঁস ইস্টবেঙ্গল কোচের