চিফ মিনিস্টার কাপ জয়ের পরেই ছন্দপতন, কলকাতা লিগে ফের হার মোহনবাগান সুপার জায়ান্টের

Published : Sep 05, 2024, 05:31 PM ISTUpdated : Sep 05, 2024, 06:01 PM IST
Mohun Bagan Super Giant

সংক্ষিপ্ত

লখনউয়ে কলকাতা ডার্বিতে জয় পেলেও, কলকাতা ফুটবল লিগে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ১-২ গোলে হেরে গেল মোহনবাগান সুপার জায়ান্ট।

লখনউয়ে কলকাতা ডার্বিতে জয় পেলেও, কলকাতা ফুটবল লিগে ফের হেরে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। বৃহস্পতিবার কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ১-২ গোলে হেরে গেল সবুজ-মেরুন ব্রিগেড। এই ম্যাচ অবশ্য নিয়মরক্ষার ছিল। কারণ, আগেই সুপার সিক্সের যোগ্যতা অর্জনের দৌড় থেকে ছিটকে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু শেষ দুই ম্যাচ জিতে সম্মানরক্ষা করতে চেয়েছিলেন সুমিত রাঠি, রবি রানারা। কিন্তু সেটা হল না। ময়দানের প্রবাদ হল, বড় ম্যাচ জেতার পরের ম্যাচে সাধারণত পয়েন্ট নষ্ট করে ইস্টবেঙ্গল বা মোহনবাগান। বৃহস্পতিবারও ঠিক সেটাই হল। লখনউয়ের কে ডি সিং বাবু স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে টাইব্রেকারে জয় পাওয়ার পরের ম্যাচেই হেরে গেল মোহনবাগান সুপার জায়ান্ট।

ছন্নছাড়া ফুটবল সবুজ-মেরুন ব্রিগেডের

বৃহস্পতিবার কালীঘাট স্পোর্টস লাভার্র অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই চাপে ছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ৩৩ মিনিটে প্রথম গোল করে কালীঘাটকে এগিয়ে দেন খানগাম হোরাম। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই পেনাল্টি পায় সবুজ-মেরুন ব্রিগেড। সমতা ফেরান আদিল আবদুল্লা। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। ৭০ মিনিটে কালীঘাটের হয়ে জয়সূচক গোল করেন সৈকত। এরপর আর সমতা ফেরাতে পারেনি মোহনবাগান সুপার জায়ান্ট

সবুজ-মেরুনের যুব দলের হাল বেহাল

কলকাতা ফুটবল লিগে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে না পারা মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষে লজ্জার। বিদেশীহীন কলকাতা ফুটবল লিগ তরুণ ফুটবলারদের পাদপ্রদীপের আলোয় আসার মঞ্চ। সেখানে সবুজ-মেরুন ব্রিগেডের তরুণ ফুটবলাররা নিজেদের মেলে ধরতে পারলেন না। কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সের কথা মাথায় রেখেই লখনউয়ের ম্যাচকে গুরুত্ব দেননি ইস্টবেঙ্গলের কোচ বিনো জর্জ। সেই ম্যাচে ১০ জনের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে টাইব্রেকারে জয় পেলেও, কলকাতা ফুটবল লিগে ফের হেরে গেল মোহনবাগান সুপার জায়ান্ট

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

১০ জনের ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে লখনউ ডুয়েল জয় মোহনবাগান সুপার জায়ান্টের

'তোর ভয় নেই বোন, আমরা প্রতিবাদ করতে জানি,' ডুরান্ড কাপ ফাইনালেও আর জি কর নিয়ে বার্তা

শতাব্দীপ্রাচীন ক্লাবের লজ্জা! কলকাতা লিগের সুপার সিক্সের যোগ্যতা অর্জনে ব্যর্থ মোহনবাগান

PREV
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে