সংক্ষিপ্ত

কলকাতা ফুটবল লিগে ক্যালকাটা কাস্টমসের জয়ের ফলে সুপার সিক্সের দৌড় থেকে ছিটকে গেল মোহনবাগান। লিগের বাকি দুটি ম্যাচ এখন তাদের জন্য নিয়মরক্ষার ম্যাচ।

শনিবার ডুরান্ড কাপ ফাইনালে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে খেলতে নামার আগেই কলকাতা ফুটবল লিগ থেকে ছিটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। গত ম্যাচে রেলওয়ে এফসি-কে ৮-১ উড়িয়ে সুপার সিক্সের যোগ্যতা অর্জনের আশা জাগিয়ে তুলেছিল সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু তারপরেও অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছিল মোহনবাগান সুপার জায়ান্টকে। শনিবার কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ক্যালকাটা কাস্টমস ২-০ জয় পেতেই সুপার সিক্সের দৌড় থেকে ছিটকে গেল সবুজ-মেরুন ব্রিগেড। ৬১ মিনিটের মাথায় কাস্টমসের হয়ে প্রথম গোল করেন ডেভিড লালছুয়ানাওয়ামা। এরপর ৮৬ মিনিটে আত্মঘাতী গোল হয়। ১২ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করল কাস্টমস। ১১ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে গ্রুপ বি থেকে আগেই সুপার সিক্সের যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল। ১২ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে ভবানীপুর ক্লাবও সুপার সিক্সের যোগ্যতা অর্জন করেছে।

কলকাতা ফুটবল লিগে ২ ম্যাচ বাকি মোহনবাগানের

চলতি কলকাতা ফুটবল লিগে গ্রুপ বি-তে মোহনবাগান সুপার জায়ান্ট ১০ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট পেয়েছে। পুলিশ এসি ও কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে সবুজ-মেরুন ব্রিগেডের ম্যাচ বাকি। এই দুই ম্যাচ জিতলে ২২ পয়েন্টে পৌঁছবে মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু তাতে কোনও লাভ হবে না। ফলে মোহনবাগান সুপার জায়ান্টের শেষ দুই ম্যাচ নিয়মরক্ষার হয়ে গেল।

ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সবুজ-মেরুন

গতবারের পর এবারও ডুরান্ড কাপ জেতার লক্ষ্যে মোহনবাগান সুপার জায়ান্ট। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে দর্শকদের সমর্থনকে পুঁজি করে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে জয় পাওয়া কঠিন হবে না বলেই আশা করছে সবুজ-মেরুন শিবির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ফের পথে তিন প্রধানের সমর্থকরা, জাতীয় ক্রীড়া দিবসে আর জি করের বিচার চেয়ে মিছিল

পথ দেখাচ্ছে আইএফএ, ভারতে প্রথমবার রেফারিদের সাহায্য করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার

কলকাতা লিগে গ্রুপ পর্যায়ে বড় দলগুলির শেষ ম্যাচের সূচি ঘোষণা আইএফএ-র