ফুটবল জ্বরে ভাসছে কেরল, স্থাপন করতে গিয়ে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মেসির কাট আউট

কেরালার কোঝিকোড় জেলার পুল্লভুর মেসির কাট আউট স্থাপন করার সময় আচমকাই ঘটে দুর্ঘটনা। হুরমুড়িয়ে ভেঙে পড়ল লিটল উইজার্ডের কাট আউট। নদীর উপর ছড়িয়ে পড়ে মেসির কাট আউটটি।

ফুটবল জ্বরে ভাসছে কেরালা। ইতিমধ্যেই বিশ্বকাপ নিয়ে তিন রঙে ভাগ হয়ে গিয়েছে কেরালার কোঝিকোড় জেলার পুল্লভুর গ্রাম। কুরুঙ্গাত্তু কাদাভু নদীর তীরে ইতিমধ্যেই তৈরি হয়েছে মেসি, রোনাল্ডো, নেইমারের বিশালাকৃতি কাট আউট। কাট আউটের উচ্চতার দৌঁড়ে সবচেয়ে এগিয়ে রোনাল্ডো ভক্তরা। কুরুঙ্গাত্তু কাদাভু নদীতে তৈরি হল ৪৫ ফুটের লম্বা কাট আউট। জানা যাচ্ছে সবচেয়ে প্রথমে আর্জেন্টিনা ফ্যানেরা তৈরি করেছিল লিওনেল মেসির ৩০ ফুটের কাট আউট। এরপরই তাঁর পাশে তৈরি হয় রোনাল্ডো ও নেইমারের আরও বিশাল কাট আউট।

কেরালার কোঝিকোড় জেলার পুল্লভুর মেসির কাট আউট স্থাপন করার সময় আচমকাই ঘটে দুর্ঘটনা। হুরমুড়িয়ে ভেঙে পড়ল লিটল উইজার্ডের কাট আউট। নদীর উপর ছড়িয়ে পড়ে মেসির কাট আউটটি। তবে ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। তবে দুর্ঘটনাও দমাতে পারেনি ভক্তদের উচ্ছ্বাসকে। ফের একবার তৈরি হল প্রিয় খেলয়ারের কাটআউট। দ্বিতীয়বারের চেষ্টায় নদীর বুকে সফলভাবে ছড়িয়েও স্থাপিত হল কাটআউটটি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পরেছে সেই ছবি। ফিফার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও শেয়ার করা হয়েছে সেই ছবি।

Latest Videos

 

 

ফুটবল নিয়ে কেরলের আবেগের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ফুটবলের প্রতি আমাদের অতুলনীয় আবেগকে স্বীকার করার জন্য ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন। পুল্লভুর ফুটবল অনুরাগীরা অবশ্য বলছেন, ফুটবলের জন্য তাঁদের গ্রাম নজরে আসায় তাঁরা আনন্দিত হলেও বিস্মিত নন। তাঁরা বলেছেন,'ফুটবল বিশ্বকাপ সবসময় আমাদের জন্য একটি কার্নিভাল ছিল। গতবার, আমরা নদীর ওপারে একটি বিশাল আর্জেন্টিনার পতাকা লাগিয়েছিলাম এবং এটি বেশ গুঞ্জনও তৈরি করেছিল।'

 

আরও পড়ুন - 

সমকামিতা নিয়ে বিতর্কিত মন্তব্য কাতারের বিশ্বকাপ দূতের, মাঝপথে বন্ধ সাংবাদিক বৈঠক

বিশ্বকাপের জন্য প্রস্তুত পার্ল, দর্শকদের জন্য থাকছে একের পর এক চমক, দেখে নিন

পশ্চিমী বিশ্বের চাপ উড়িয়ে অনড় কাতার, বিশ্বকাপে প্যালেস্টাইনি শরণার্থীদের ম্যাচ দেখাতে উদ্যোগ

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury