ইউরোপ যেন কাতারকে নীতিশিক্ষা না দেয়, বিশ্বকাপ উদ্বোধনের আগের দিন আক্রমণ ফিফা প্রেসিডেন্টের

কাতারে বিশ্বকাপ আয়োজন করা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে কাতার। বিশ্বকাপের সময় স্টেডিয়ামে অ্যালকোহল নিষিদ্ধ করা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তবে কাতারের পাশেই দাঁড়ালেন ফিফা প্রেসিডেন্ট।

 

Web Desk - ANB | Published : Nov 19, 2022 2:33 PM IST

কাতারে বিশ্বকাপ নিয়ে যত বিতর্কই হোক না কেন, আয়োজক দেশের পাশেই দাঁড়ালেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো। তিনি ইউরোপের দেশগুলিকে তীব্র আক্রমণ করেছেন। কাতারকে ইউরোপের কোনওরকম জ্ঞান দেওয়া উচিত নয় বলেও দাবি করেছেন ফিফা প্রেসিডেন্ট। বিশ্বকাপ শুরু হওয়ার আগের দিন তিনি বলেছেন, 'আমি নিজে ইউরোপের নাগরিক। আমরা গত ৩,০০০ বছর ধরে যা করেছি, তার জন্য আগামী ৩,০০০ বছর ধরে ক্ষমা চাওয়া উচিত। তার আগে কাউকে নীতিশিক্ষা দেওয়া উচিত নয়। কাতার বিশ্বকাপে যে শ্রমিকরা কাজ করছেন, তাঁদের ভবিষ্যৎ নিয়ে যদি ইউরোপের যদি সত্যিই চিন্তা থাকে, তাহলে কাতার যেমন আইনি সংস্থানের ব্যবস্থা করেছে, তেমনই করা উচিত ইউরোপের। এই শ্রমিকদের ইউরোপে গিয়ে কাজ করার সুযোগ দেওয়া উচিত। ওঁদের ভবিষ্যৎ যাতে ভাল হয়, ওঁরা একটু আশা পান, সেটা নিশ্চিত করা উচিত। সেটা না করে ইউরোপ যেভাবে কাতারের সমালোচনা করছে, সেটা মেনে নিতে আমার আপত্তি আছে। শ্রমিকরা যাতে শিক্ষা পান, তাঁদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়, তার ব্যবস্থা করা উচিত। আমাদের প্রত্যেকেরই শিক্ষিত হওয়া উচিত। অনেককিছুই যথার্থ নয় কিন্তু সংস্কার করা যেতে পারে। তাতে সময় লাগে।'

ইউরোপের সমালোচনা করে ফিফা প্রেসিডেন্ট আরও বলেছেন, 'ইউরোপ যেভাবে একপেশে নীতিশিক্ষা দিচ্ছে, সেটা দ্বিচারিতা ছাড়া আর কিছু নয়। ২০১৬ থেকে কেউ কেন এতদিন কাতারে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে খোঁজখবর নেননি, সেটা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি। ১২ বছর আগে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটার পরিপ্রেক্ষিতে সমালোচনার জবাব দেওয়া সহজ নয়। বিশ্বকাপ আয়োজনের জন্য কাতার তৈরি। এটাই সর্বকালের সেরা বিশ্বকাপ হবে। আমার কাতারের পাশে দাঁড়ানোর দরকার নেই। কাতার নিজেই নিজের হয়ে সওয়াল করতে পারে। আমি শুধু ফুটবলের পক্ষে।'

রবিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। কাতারে বিদেশিদের জন্য নানা বিধিনিষেধ, স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করা সহ বিভিন্ন বিষয় নিয়ে কাতারের সমালোচনা করছে পশ্চিমী দুনিয়া। কাতার বিশ্বকাপ আয়োজক কমিটি অবশ্য নিজেদের অবস্থান বদল করতে নারাজ। স্বয়ং ফিফা প্রেসিডেন্ট কাতারের পাশে দাঁড়ানোয় বিশ্বকাপের আয়োজকরা আরও জোর পেয়ে গিয়েছেন। শনিবার ফিফা প্রেসিডেন্ট বলেছেন, 'আজ আমার খুব ভাল অনুভূতি হচ্ছে। আজ আমার নিজেকে কাতারি বলে মনে হচ্ছে। আমার নিজেকে আরবের নাগরিক, আফ্রিকান, সমকামী বলে মনে হচ্ছে। আমার নিজেকে বিশেষভাবে সক্ষম, পরিযায়ী শ্রমিক বলে মনে হচ্ছে।'

আরও পড়ুন-

রবিবার থেকে শুরু বিশ্বকাপ ফুটবল, ভারতীয় সময়ে কখন, কোথায় দেখা যাবে খেলা?

টানা ৪ বিশ্বকাপ জিতেছে ইউরোপের দলগুলি, কাতারে ঘুরে দাঁড়াতে পারবে লাতিন আমেরিকা?

৮ পুরনো বিজয়ীর বদলে কাতারে এবার কি নতুন চ্যাম্পিয়ন পেতে পারে ফুটবল বিশ্ব?

Read more Articles on
Share this article
click me!