সংক্ষিপ্ত

ইউরো কাপে সাধারণত হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। কিন্তু এবারের ইউরো কাপে বিভিন্ন দলের মধ্যে দক্ষতার ফারাক প্রকট হয়ে যাচ্ছে। ইংল্যান্ড-সার্বিয়া ম্যাচেও সেটাই দেখা গেল।

নিরঙ্কুশ প্রাধান্য নিয়ে খেলে ইউরো কাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে ১-০ হারিয়ে দিল ইংল্যান্ড। ম্যাচের ১৩ মিনিটে একমাত্র গোল করেন জুড বেলিংহ্যাম। এরপর আর গোল না পেলেও, সারা ম্যাচে ইংল্যান্ডের প্রাধান্য দেখা গেল। ৭৮ মিনিটে জ্যারড বাওয়েনের ক্রস থেকে হ্যারি কেনের হেড সার্বিয়ার গোলকিপার প্রিড্যাগ রাজকোভিচের হাতে লেগে বারে লেগে ফিরে আসে। না হলে ইংল্যান্ডের জয়ের ব্যবধান বাড়ত। সারা ম্যাচে ইংল্যান্ডের গোলকিপার জর্ডান পিকফোর্ডকে মাত্র একটি শট সেভ করতে হয়। ৮৩ মিনিটে দুরন্ত শট নেন ডুসান ভ্লাহোভিচ। সেই শট সেভ করেন পিকফোর্ড। এরপর আর ইংল্যান্ডের রক্ষণকে সমস্যায় ফেলতে পারেননি সার্বিয়ার ফুটবলাররা।

নতুন নজির কেন-পিকফোর্ডের

বিশ্বকাপ, ইউরো কাপের মতো বড় প্রতিযোগিতায় ইংল্যান্ডের ফুটবলারদের মধ্যে সর্বাধিক ২৩-তম ম্যাচ খেললেন কেন। তিনি অ্যাশলে কোল ও রাহিম স্টার্লিংকে ছাপিয়ে গিয়েছেন। ইংল্যান্ডের অন্য কোনও ফুটবলার বড় প্রতিযোগিতায় এত ম্যাচ খেলেননি। কেনের খুব কাছাকাছি আছেন পিকফোর্ড। তিনি বিশ্বকাপ, ইউরো কাপের মতো বড় প্রতিযোগিতায় ২০-তম ম্যাচ খেললেন। কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনের সঙ্গে এখন একই সারিতে পিকফোর্ড। পরের ম্যাচেই শিলটনকে টপকে যাবেন পিকফোর্ড।

চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার ইংল্যান্ড

গত ইউরো কাপে নিজেদের দেশে রানার্স হন কেনরা। এবার জার্মানিতে তাঁরা চ্যাম্পিয়ন হতেই পারেন। এত গোছানো ইংল্যান্ড দল সাম্প্রতিক অতীতে দেখা যায়নি। দলে অসাধারণ ভারসাম্য আছে। আক্রমণ, মাঝমাঠ, রক্ষণের মধ্যে দারুণ যোগাযোগ দেখা যাচ্ছে। কেন, বেলিংহ্যাম, ফিল ফডেন, বুকায়ো সাকা, ডেকলান রাইস, কাইল ওয়াকার, জন স্টোনস, কিয়েরান ট্রিপিয়াররা ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। ফলে মসৃণ গতিতে দৌড়চ্ছে ইংল্যান্ড দল। পরের ম্যাচে ডেনমার্কের বিরুদ্ধে জয় পেলেই নক-আউটের যোগ্যতা অর্জন নিশ্চিত করে ফেলবে গ্যারেথ সাউথগেটের দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

UEFA EURO 2024: ক্রিশ্চিয়ান এরিকসেনের স্বপ্নের প্রত্যাবর্তনেও জয় অধরা ডেনমার্কের

UEFA Euro 2024: গাকপো-উইঘর্স্টের গোলে পোল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় নেদারল্যান্ডসের

UEFA Euro 2024: স্কটল্যান্ডকে ৫ গোল দিয়ে দেশের মাটিতে ইউরো কাপ শুরু জার্মানির