সংক্ষিপ্ত

ইউরো কাপের প্রাক্তন চ্যাম্পিয়ন হলেও, মাঝারি মানের দলের চেয়ে বেশি কিছু নয় ডেনমার্ক। স্লোভেনিয়ার ফুটবলও খুব একটা উন্নত নয়। রবিবার এই দুই দলের ম্যাচ বিশেষ উচ্চতায় পৌঁছল না।

গত ইউরো কাপে ডেনমার্কের প্রথম ম্যাচেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠ ছাড়তে হয়েছিল। সেই প্রতিযোগিতায় আর খেলতে পারেননি। তবে অসুস্থতা সরিয়ে রেখে এবারের ইউরো কাপে ডেনমার্ক দলে ফিরেছেন ক্রিশ্চিয়ান এরিকসেন। রবিবার স্লোভেনিয়ার বিরুদ্ধে ডেনমার্কের প্রথম ম্যাচেই গোল করলেন এই মিডফিল্ডার। তবে তিনি দলকে জেতাতে পারলেন না। স্লোভেনিয়ার হয়ে সমতা ফেরান এরিক জানজা। ফলে ১-১ শেষ হল ম্যাচ। ডেনমার্ক এই ম্যাচে জয় পেলে এরিকসেনের প্রত্যাবর্তন আরও ভালো হত। তবে অন্তত এক পয়েন্ট পেয়ে মাঠ ছাড়ায় ডেনমার্কের এখনও নক-আউট পর্যায়ের যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে।

এবারের ইউরো কাপে গ্রুপ টপকাতে পারবে ডেনমার্ক?

স্লোভেনিয়ার বিরুদ্ধে পুরো ৩ পয়েন্ট না পাওয়ায় কিছুটা চাপে পড়ে গেল ডেনমার্ক। পরের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন এরিকসেনরা। এই ম্যাচই ডেনমার্কের কাছে সবচেয়ে কঠিন। ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেলে নক-আউটের যোগ্যতা অর্জন করার পথে অনেকটা এগিয়ে যাবে ড্যানিশ ব্রিগেড। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পাওয়া মোটেই সহজ নয়। পরের ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হচ্ছে স্লোভেনিয়া। ডেনমার্কের জন্য এই ম্যাচের ফল গুরুত্বপূর্ণ হতে পারে।

হতাশ করলেন র‍্যাসমাস হয়েলুন্ড

ডেনমার্কের এই দলের অন্যতম তারকা র‍্যাসমাস হয়েলুন্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলেন তিনি। ইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখিয়েছেন হয়েলুন্ড। ফলে ইউরো কাপেও সাফল্যের জন্য তাঁর দিকে তাকিয়ে দল। কিন্তু স্লোভেনিয়ার বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না হয়েলুন্ড। তিনি উইং দিয়ে দৌড়লেন, বক্সে বল বাড়ানোর চেষ্টাও করলেন। কিন্তু পেনাল্টি বক্সের মধ্যে বিশেষ কিছু করতে পারলেন না। ফলে প্রথম গোলের পর আর বিশেষ কিছু করতে পারল না ডেনমার্ক। ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেতে হলে এরিকসেনের মতোই হয়েলুন্ডকেও ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

UEFA Euro 2024: গাকপো-উইঘর্স্টের গোলে পোল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় নেদারল্যান্ডসের

UEFA Euro 2024: স্কটল্যান্ডকে ৫ গোল দিয়ে দেশের মাটিতে ইউরো কাপ শুরু জার্মানির

UEFA EURO 2024 Exclusive: 'আমরা আশাবাদী ফের খেতাব জিতব,' বলছেন ইতালির বাঙালি ফুটবলপ্রেমী