সোমবার লখনউয়ের কে ডি সিং বাবু স্টেডিয়ামে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ ঘিরে প্রবল উৎসাহ দেখা যায়। এবার উত্তরপ্রদেশে ফুটবলের প্রসারের লক্ষ্যে যোগী আদিত্যনাথ।
উত্তরপ্রদেশে ফুটবল জনপ্রিয় তোলার লক্ষ্যে উদ্যোগ নিচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভারতের সবচেয়ে বড় রাজ্যে ফুটবলের প্রসারের লক্ষ্যে প্রাথমিকভাবে ১৮টি নতুন ফুটবল স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। এছাড়া ৮২৭টি ফুটবল মাঠও তৈরি করা হচ্ছে। উত্তরপ্রদেশের প্রতিটি ব্লকে ফুটবল ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। ফুটবলের পরিকাঠামো তৈরি করার পাশাপাশি বিভিন্ন জায়গায় টুর্নামেন্টও আয়োজন করা হবে। সোমবার লখনউয়ের কে ডি সিং বাবু স্টেডিয়ামে চিফ মিনিস্টার কাপে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ উদ্বোধন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি সেদিনই রাজ্যে ফুটবল জনপ্রিয় করে তোলার লক্ষ্যে পদক্ষেপের কথা জানিয়েছিলেন। এবার সরকারিভাবে সেই পদক্ষেপের কথা ঘোষণা করা হল।
ফুটবলে উন্নতির চেষ্টায় উত্তরপ্রদেশ
চিফ মিনিস্টার কাপ উদ্বোধন করে যোগী বলেন, 'আমি উত্তরপ্রদেশ সরকার এবং উত্তরপ্রদেশের মানুষের পক্ষ থেকে মোহনবাগান এস জি ও ইস্টবেঙ্গল এফসি-কে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমাদের রাজ্যের রাজধানী লখনউয়ে প্রথমবার এই ম্যাচ হচ্ছে। ফলে এই ম্যাচ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকল্প 'খেলো ইন্ডিয়া'-র মাধ্যমে ভারতে খেলার উন্নতি হচ্ছে। তাঁর দূরদর্শিতায় অনুপ্রাণিত হয়ে উত্তরপ্রদেশও এই প্রকল্পে সামিল হয়েছে।'
এআইএফএফ-এর সঙ্গে যৌথ উদ্যোগে ফুটবলের প্রসার
লখনউয়ে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচ আয়োজন ঘিরে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বৈঠক হয়। সেই বৈঠক প্রসঙ্গে যোগী বলেন, ‘৩ সপ্তাহ আগে শ্রী চৌবের সঙ্গে আমার দেখা হয়েছিল, তখন তিনি উত্তরপ্রদেশে ফুটবল জনপ্রিয় করে তোলার লক্ষ্যে একটি মঞ্চ চান। রাজ্য সরকার সাহায্য করলে উত্তরপ্রদেশে ফুটবল জনপ্রিয় করে তোলার কাজ করা যাবে বলেও জানান তিনি। রাজ্য সরকার এক্ষেত্রে সাহায্য করছে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
১০ জনের ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে লখনউ ডুয়েল জয় মোহনবাগান সুপার জায়ান্টের
'তোর ভয় নেই বোন, আমরা প্রতিবাদ করতে জানি,' ডুরান্ড কাপ ফাইনালেও আর জি কর নিয়ে বার্তা
২ গোলে পিছিয়ে থেকেও টাইব্রেকারে জয়, ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি