স্বাধীনতার আবেগে ভাসলেন ভারতীয় ক্রীড়া ক্ষেত্রের তিন নারী, শেয়ার করলেন স্মৃতিকথা

Published : Aug 15, 2020, 06:28 PM IST
স্বাধীনতার আবেগে ভাসলেন ভারতীয় ক্রীড়া ক্ষেত্রের তিন নারী, শেয়ার করলেন স্মৃতিকথা

সংক্ষিপ্ত

দেশ জুড়ে পালিত হল ৭৪ তম স্বাধীনতা দিবস বার্তা দিলেন ভারতীয় ক্রীড়া ক্ষেত্রের তিন নারী পুরোনো ছবি শেয়ার করে আবেগে ভাসলেন তারা দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন সাইনা-সিন্ধু-সানিয়া  

করোনা আবহেই দেশ জুড়ে পালিত হল ৭৪ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণে সমগ্র দেশকে করোনা ভাইরাসের বিরুদ্ধেএক হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও সমস্ত বাধা অতিক্রম করে পুরো দেশ আত্মনির্ভর হবে বলেও আশা প্রকাশ করেছেন মোদী। করোনা আবহে স্বাধীনতা দিবসে প্রতিবারের তুলনায় সাড়ম্বর কিছুটা কম। ক্রীড়া ব্যক্তিত্বরাও দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে বেছে নিয়ছেন সোশ্যাল মিডিয়াকে। ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে নারী শক্তির তিন প্রতীক সাইনি নেহওয়াল, পিভি সিন্ধু ও সানিয়া মির্জাও সোশ্যাল মিডিয়ারল মাধ্যমে সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুনঃহারাতে হবে কোভিডকে, ঐক্যবদ্ধ হতে হবে ১৩০ কোটি মানুষকে, স্বাধীনতা দিবসে আর্জি সচিনের

ভারতীয় শাটলার পিভি সিন্ধু  সোশ্যাল মিডিয়ায় একট মন ছুয়ে যাওয়া ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে কোনও প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হয়েছেন এবং ভারতীয় পতাকা সবার উপরে উড়ছে, সঙ্গে বাজছে ভারতের জাতয় সঙ্গীতও। দেশের নাম উজ্জ্বল করতে পেরে , ভারতীয় পতাকাকে সবার উঁচুতে উড়তে দেখে চোখের জল বাঁধ মানেনি পিভি সিন্ধুর। ভিডিওটির বার্তায় পিভি সিন্ধু লিখেছেন,'ভারতীয় তেরঙা যেন সর্বদা সবার উপরে ওড়ে। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।'

 

 

আরও পড়ুনঃদেশের প্রতি শ্রদ্ধা ও দেশবাসীর মঙ্গল কামনা, স্বাধীনতা দিবসে বার্তা বিরাট-রোহিত সহ ভারতীয় ক্রিকেটারদে

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দুটি ভিডিও শেয়ার করেছে ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল। সেখানে একটি ভিডিওটে ম্যাচ জেতার পর ভারতীয় পতাকা নিয়ে কোর্ট প্রদক্ষিণ করছেন সাইনা। অপরটি ভিডিওটি সিন্ধু মত কোনও টুর্নামেন্ট জেতার পর ভারতীয় পতাকা সবার উপরে ওড়া ভিডিও। সঙ্গে রয়েছে জাতীয় সঙ্গীতও। একইসঙ্গে বার্তায় সাইনা নেহওয়াল লিখেছেন,'এই দিনে,আসুন আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ স্মরণ করি।  সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয়হিন্দ।

 

 

 

আরও পড়ুনঃআইপিএল শুরুর আগে কি ভারতবাসীর মন পাওয়ার চেষ্টা,৮ আইপিএল দল থেকে কি এল বার্তা

নিজের জয়ের একটি মুহূর্ত তুলে ধরে সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। সানিয়ার শেয়ার করা ছবিটিতে ভারতীয় পতাকা হাতে দেখা যাচ্ছে তাকে। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় সকলের উদ্দেশ্যে সম্প্রিতীর বার্তাও দিয়েছেন সানিয়া মির্জা। তিনি লিখেছেন,'আমার সহকর্মী সকল ভারতীয়কে স্বাধীনতা দিবস শুভেচ্ছা। ঐক্য, বৈচিত্র্য, নম্রতা এবং গ্রহণযোগ্যতা এটি সর্বদা আমাদের পরিচিতি। ভবিষ্যতেও ভারতকে সবসময় এরকম দেখতে চাই।'

 

 

আরও পড়ুনঃস্বাধীনতা দিবসে সুখবর, ২২ গজে ফিরতে পারেন যুবরাজ সিং

PREV
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে