ভারতে হতে চলা জুনিয়র হকি বিশ্বকাপে দল পাঠাচ্ছে না, জানিয়ে দিল পাকিস্তান

Published : Oct 24, 2025, 05:29 PM ISTUpdated : Oct 24, 2025, 05:44 PM IST
India and Pakistan Hockey

সংক্ষিপ্ত

Men's FIH Hockey Junior World Cup 2025: আগামী মাসে শুরু হচ্ছে পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপ। এই টুর্নামেন্ট হবে তামিলনাড়ুর (Tamil Nadu) চেন্নাই (Chennai) ও মাদুরাইয়ে (Madurai)। এই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

DID YOU KNOW ?
জুনিয়র হকি বিশ্বকাপ ২০২৫
আগামী মাসে তামিলনাড়ুর চেন্নাই ও মাদুরাইয়ে হতে চলেছে পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপ।

International Hockey Federation: পুরুষদের হকি এশিয়া কাপের (2025 Men's Hockey Asia Cup) পর এবার পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপ (Men's FIH Hockey Junior World Cup 2025) থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল পাকিস্তান (Pakistan)। শুক্রবার এই খবর জানিয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশন। পাকিস্তানের পরিবর্তে অন্য কোনও দলকে জুনিয়র হকি বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে পাকিস্তানের পরিবর্তে অন্য কোন দলকে নেওয়া হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। খুব তাড়াতাড়ি পাকিস্তানের পরিবর্ত দলের নাম ঘোষণা করা হতে পারে। ২৪ দলের এই টুর্নামেন্টে ভারত (India), চিলি (Chile) ও সুইৎজারল্যান্ডের (Switzerland) সঙ্গে একই গ্রুপে ছিল পাকিস্তান। এবার এই গ্রুপে পাকিস্তানের পরিবর্তে অন্য কোনও দলকে সুযোগ দেওয়া হবে। হকি এশিয়া কাপে পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশকে (Bangladesh) সুযোগ দেওয়া হয়েছিল। এবার কোন দলকে নেওয়া হবে তা স্পষ্ট নয়।

পরপর টুর্নামেন্ট বয়কট পাকিস্তানের

কয়েক মাস আগেই বিহারের (Bihar) রাজগীরে (Rajgir) অনুষ্ঠিত হওয়া হকি এশিয়া কাপ থেকে সরে যায় পাকিস্তান। এবার তামিলনাড়ুর (Tamil Nadu) চেন্নাই (Chennai) ও মাদুরাইয়ে (Madurai) হতে চলা জুনিয়র হকি বিশ্বকাপেও দল পাঠানো হবে না বলে জানিয়ে দিয়েছে পাকিস্তান। ভারতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে সংশয় এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণেই নাম প্রত্যাহার করে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পাকিস্তানের হকি সংস্থা।

ভারতে দল পাঠালে খেলতে দেওয়া হবে পাকিস্তানকে!

হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে (Hockey India President Dilip Tirkey) জানিয়েছেন, পাকিস্তানের জন্য অপেক্ষা করা হবে না। তবে তারা যদি দল পাঠাতে চায়, তাহলে স্বাগত জানানো হবে। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি হলেও, ভারতে আয়োজিত টুর্নামেন্টে যাতে সব দলই যোগ দিতে চায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। কোনও দলের জন্যই দরজা বন্ধ করে দিচ্ছে না হকি ইন্ডিয়া

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৮
২৮ নভেম্বর শুরু হচ্ছে জুনিয়র হকি বিশ্বকাপ।
এবার পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপ হতে চলেছে চেন্নাই ও মাদুরাইয়ে। ২৮ নভেম্বর শুরু হবে টুর্নামেন্ট।
Read more Articles on
click me!

Recommended Stories

Messi in Kolkata: যুবভারতীতে তাণ্ডব চালালেন কারা? লণ্ডভণ্ড স্টেডিয়ামের সিসি ফুটেজ দেখে গ্রেফতার দুই
সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ: ফাজিলার ৫ গোল, বাংলাদেশের ক্লাবকে উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল