
Lieutenant Colonel Neeraj Chopra: আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সফলতম অ্যাথলিট নীরজ চোপড়ার এবার ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) পদোন্নতি হল। তাঁকে সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত করা হল। বুধবার নয়াদিল্লিতে নীরজের পদোন্নতি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Union Defence Minister Rajnath Singh) ও সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (Chief of the Army Staff, General Upendra Dwivedi)। ২০১৬ সালের ২৬ অগাস্ট সেনাবাহিনীতে যোগ দেন নীরজ। শুরুতে তিনি জুনিয়র কমিশনড অফিসার (Junior Commissioned Officer) ছিলেন। সেই সময় তিনি ছিলেন নায়েব সুবেদার (Naib Subedar)। সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরেই টোকিও অলিম্পিক্সে (Olympic Games Tokyo 2020) সোনা জেতেন নীরজ। এরপর প্যারিস অলিম্পিক্সে (Olympic Games Paris 2024) রুপো পান এই অ্যাথলিট। তিনি অসাধারণ পারফরম্যান্সের জন্য অর্জুন পুরস্কার (Arjuna Award), মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার (Major Dhyan Chand Khel Ratna Award) পেয়েছেন। তিনি ভবিষ্যতে আরও সাফল্য ও সম্মান পাবেন বলে আশায় সারা দেশ।
২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে নীরজের উন্নতি হয়। তিনি সুবেদার পদ পান। ২০২২ সালে তাঁকে সেনাবাহিনীর পক্ষ থেকে পরম বিশিষ্ট সেবা পদক (Param Vishisht Seva Medal) দেওয়া হয়। সে বছরই তাঁকে সুবেদার মেজর পদে উন্নীত করা হয়। একই বছরে তিনি পদ্মশ্রী (Padma Shri) সম্মান পান। এবার ফের সেনাবাহিনীতে নীরজের পদোন্নতি হল।
এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (2025 World Athletics Championships) ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি নীরজ। তিনি টানা দ্বিতীয়বার সোনা জিতবেন বলে আশায় ছিল সারা দেশ। কিন্তু অষ্টম স্থানে থাকেন এই তারকা। তবে এই ব্যর্থতায় ভেঙে না পড়ে ভবিষ্যতে ফের সাফল্য পাওয়ার লক্ষ্যে তৈরি হচ্ছেন নীরজ। সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা তাঁকে অ্যাথলেটিক্সে সাফল্য পেতে সাহায্য করতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।