Saina Nehwal-Parupalli Kashyap: ভারতীয় ব্যাডমিন্টনের দুই তারকা সাইনা নেহওয়াল ও পারুপল্লী কাশ্যপ সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। কিন্তু হঠাৎই তাঁদের জীবন নতুন মোড় নিল। বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন সাইনা।

Saina Nehwal-Parupalli Kashyap Separation: বিয়ের সাত বছর পর স্বামী পারুপল্লী কাশ্যপের (Parupalli Kashyap) সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল (Saina Nehwal)। অলিম্পিক্সে (London Olympics 2012) পদকজয়ী সাইনা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বিচ্ছেদের কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, 'জীবন কখনও কখনও আমাদের অন্য দিকে নিয়ে যায়। অনেক ভাবনা-চিন্তা করার পর কাশ্যপ পারুপল্লী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা পরস্পরের জন্য শান্তি, উন্নতি ও সুস্থ হয়ে ওঠার পথ বেছে নিয়েছি। স্মৃতির জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতের জন্য শুধু শুভকামনাই করছি। এই সময় আমাদের ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি বোঝা ও তার প্রতি সম্মান জানানোর জন্য ধন্যবাদ।' সাইনার মতোই ভারতের অন্যতম সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় কাশ্যপ। তিনি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) সোনা জিতেছেন। বিয়ের পর এই দুই তারকা সুখে দিন কাটাচ্ছিলেন। তাঁরা বিদেশে বেড়াতে যাওয়ার ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। তবে এবার তাঁদের দাম্পত্য জীবনে দাঁড়ি পড়ল।

সাইনার বিচ্ছেদ ঘোষণার আগেই ইনস্টাগ্রাম স্টোরি কাশ্যপের

সাইনা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বিচ্ছেদের কথা ঘোষণা করার ৬ ঘণ্টা আগে ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেন কাশ্যপ। তিনি অবশ্য বিবাহবিচ্ছেদের বিষয়ে কিছু বলেননি। বন্ধুদের সঙ্গে নেদারল্যান্ডসের (Netherlands) হিলভারেনবিকে (Hilvarenbeek) অ্যাওয়াকেনিংস ফেস্টিভ্যালে (Awakenings Festival) গিয়েছেন কাশ্যপ। তাঁকে দেখে খোশমেজাজেই আছেন বলে মনে হচ্ছে। ফলে তাঁদের পথ চলা আলাদা হয়ে গেলেও, সাইনা ও কাশ্যপ ভেঙে পড়েননি। তাঁরা নিজেদের মতো করে ভালো থাকার চেষ্টা করছেন।

কী কারণে বিচ্ছেদ সাইনা-কাশ্যপের

হায়দরাবাদে (Hyderabad) পুল্লেলা গোপীচাঁদ অ্যাকাডেমিতে (Pullela Gopichand Academy) প্রশিক্ষণ নেওয়ার সময় থেকেই একে অপরের সঙ্গে পরিচিত সাইনাকাশ্যপ। ফলে তাঁদের পরিচয় দীর্ঘদিনের। তাঁরা ২০১৮ সালের ডিসেম্বরে বিয়ে করেন। বিয়ের আগে তাঁরা সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি। বিয়ের পর সুখেই দিন কাটাচ্ছিলেন এই দুই তারকা। কিন্তু এবার তাঁদের পথ আলাদা হয়ে গেল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।