ফের লড়াইয়ে মনু ভাকের, সোমবার শ্যুটিং, তিরন্দাজিতে পদক পেতে পারে ভারত

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিন প্রথম পদক পেয়েছে ভারত। সোমবার তৃতীয় দিন পদক সংখ্যা বাড়তে পারে। এদিন শ্যুটিংয়ে একাধিক পদক পেতে পারে ভারত।

Soumya Gangully | Published : Jul 29, 2024 4:14 AM IST / Updated: Jul 29 2024, 10:32 AM IST

সোমবার প্যারিস অলিম্পিক্সের তৃতীয় দিন ফের শ্যুটিংয়ে পদক জিততে পারে ভারত। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে পদক জিততে পারেন অর্জুন বাবুতা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে পদক জিততে পারেন রমিতা জিন্দল। পুরুষদের দলগত তিরন্দাজিতেও পদক আসতে পারে। রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জেতার পর সোমবার ফের লড়াইয়ে নামছেন মনু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টের কোয়ালিফাইং রাউন্ডে সরবজ্যোত সিংয়ের সঙ্গে মিলে লড়াই করবেন মনু। এই ইভেন্টে লড়াই করবে ভারতের অপর এক জুটি রিদম সাঙ্গওয়ান-অর্জুন সিং। ভালো পারফরম্যান্স দেখিয়ে পদকের দিকে এগিয়ে যাওয়াই ভারতীয় শ্যুটারদের লক্ষ্য।

ফের লড়াইয়ে লক্ষ্য সেন

Latest Videos

সোমবার পুরুষদের ট্র্যাপ ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ডে লড়াই করবেন পৃথ্বীরাজ টন্ডাইমান। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনাল রাউন্ডে পদকের লক্ষ্যে লড়াই করবেন রমিতা। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনাল রাউন্ডে পদকের জন্য লড়াই করবেন অর্জুন। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে প্রথম ম্যাচে জয় পান লক্ষ্য সেন। কিন্তু তাঁর প্রতিপক্ষ কেভিন কর্ডন চোটের জন্য নাম প্রত্যাহার করে নেওয়ায় সেই জয়ের কোনও দাম থাকল না। সোমবার জুলিয়েন ক্যারাগির মুখোমুখি হবেন লক্ষ্য। পুরুষদের ডাবলসে খেলার কথা ছিল সাত্বিকসাইরাজ রণকিরেড্ডি-চিরাগ শেট্টির। কিন্তু তাঁদের প্রতিপক্ষ নাম প্রত্যাহার করে নেওয়ায় সোমবার সাত্বিক-চিরাগের খেলা হচ্ছে না।

পুরুষদের হকিতে দ্বিতীয় ম্যাচ ভারতের

পুরুষদের হকিতে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছে ভারত। সোমবার দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছেন পি আর শ্রীজেশ, হরমনপ্রীত সিংরা। এই ম্যাচ জিতে পদকের দিকে এগিয়ে যাওয়াই ভারতের লক্ষ্য। তিরন্দাজিতে পুরুষদের দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে লড়াই করবেন ধীরাজ বোম্মাদেভারা, তরুণদীপ রাই ও প্রবীণ রমেশ যাদব। তিরন্দাজিতে পদক আসতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'কর্ম করে যাও, ফলের আশা কোরো না,' অলিম্পিক্সে পদক জিতে গীতার উদ্ধৃতি মনু ভাকেরের

অলিম্পিক্সে শ্যুটিংয়ে প্রথম ভারতীয় মহিলার পদক, মনু ভাকেরকে ফোন করে অভিনন্দন প্রধানমন্ত্রীর

মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ, প্যারিস অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক জেতালেন মনু ভাকের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

"রেখা পাত্র হেরো মাল হলে মমতা হল ড্যাশ" এ কী বললেন শুভেন্দু অধিকারী? Suvendu Adhikari
অভয়া কাণ্ডের প্রতিবাদে বিদ্রোহের ঢেউ! দ্রোহের গ্যালারির আগুন ছড়িয়ে পড়ছে ক্রমশ | RG Kar Protest
গোপন প্রেমের এইরকম ভয়ানক পরিণতি! থমথমে পরিবেশ ক্যানিংয়ে! | South 24 Parganas News Today
Rekha Patra: মাল বলার জের, ফিরহাদের বিরুদ্ধে ঝ্যাঁটা হাতে প্রতিবাদের ঝড় তুললেন রেখা পাত্র
Suvendu Adhikari Live: তালডাংরায় মেগা জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি