বনগাঁ পুরো ভোটের প্রার্থী তালিকা লিক, ভাইরাল নামের লিস্ট নিয়ে কী বললেন জেলা সভানেত্রী

আসন্ন পৌর ভোট কয়েকদিনের মধ্যেই । সেই পুরো ভোটের প্রার্থী তালিকাও প্রকাশিত হবে শীঘ্রই । তার আগেই বনগাঁ পৌরসভার ২২ টি ওয়ার্ডের প্রার্থী তালিকা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় । 

একের পর এক তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা (TMC Possible Candidate List)  ক্রমেই হচ্ছে নেট দুনিয়ায় ফাঁস। সম্প্রতি বীরভূমের (Birbhum) সম্ভাব্য প্রার্থী তালিকা ফাঁস হওয়ার ঘটনা সামনে আসে। এর কয়েকদিনের মধ্যেই এবার বনগাঁর প্রার্থী তালিকা (Bongaon Candidate List) ঘিরে উত্তাল নেট দুনিয়া। সম্ভাব্য তৃণমূলের এই প্রার্থী তালিকা ঘিরে এখন বচসা তুঙ্গে। যদিও সবটাই অস্বীকার করেছেন জেলা সভানেত্রী আলোরানি সরকার (Alokrani Sarkar)। এই তালিকায় রয়েছে সকলের নাম, এমনকি রয়েছে আলোরানির সাক্ষরও। কিন্তু তাঁর কথায় এই তালিকা আমার নয়। নানা সময় আমরা বিভিন্ন জায়গায় সই করে থাকি। সেই সই ব্যবহার করে কেউ ইচ্ছাকৃত ভাবে এই কাজ করেছে। তৃণমূলের পক্ষ থেকে এই তালিকাকে সম্পূর্ণ ভুঁয়ো বলে জানানো হয়। এই কাজ তাদের নয়, এমনটাই দাবী আলোরানির। 

আসন্ন পৌর ভোট কয়েকদিনের মধ্যেই । সেই পুরো ভোটের প্রার্থী তালিকাও প্রকাশিত হবে শীঘ্রই । তার আগেই বনগাঁ পৌরসভার ২২ টি ওয়ার্ডের প্রার্থী তালিকা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় । বর্তমানে সকলের হাতে হাত তৃণমূলের এই প্রার্থী তালিকা। সেই প্রার্থী তালিকার নিচে রয়েছে জেলা সভানেত্রী আলো রানী সরকার ও  বনগাঁ শহর সভাপতি দিলীপ দাস এর স্বাক্ষর, এমন কি রয়েছে সিলমোহরও । তবে এই নিয়ে প্রশ্ন করায় জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী আলো রানী সরকার জানান, এই বিষয়টি দলের উচ্চপদস্তদের কাছে নিয়ে যাওয় হবে, এবং বিষয়টি খতিয়ে দেখা হবে। 

Latest Videos

আরও পড়ুন- 'রাজ্যপালের টুইট মুখ্যমন্ত্রী ব্লক করে দিয়েছেন', মদন মিত্রের ডাক, 'অবিলম্বে সাদা হাতি পোষা বন্ধ করুন'

আরও পড়ুনCOVID-19: ওমিক্রনের নতুন রূপ আসলের তুলনায় ভয়ঙ্কর, সাবধান করলেন বিশেষজ্ঞরা

আরও পড়ুন-'আপনি কবে সাংসদ পদ থেকে অবসর নেবেন', হালকা মেজাজে সৌগত রায়কে প্রশ্ন মোদীর

কলকাতা পৌরসভায় ভোটের পালা সাঙ্গ হতেই ইতিমধ্যেই রাজ্যের অন্যান্য পৌরসভা গুলিতেও ধীরে ধীরে বাজতে শুরু করেছে ভোটের দামামা। আগামী মাসেই ভোট রয়েছে রাজ্যের গুরুত্বপূর্ণ চার পুরনিগমে। অতিমারি পরিস্থিতিতে প্রথম দফায় রাজ্যের পুরনিগমের ভোট পিছিয়ে দেওয়া হলেও দ্বিতীয় দফার পুরভোটের নির্ঘণ্টে কোনও পরিবর্তন হয়নি। রাজ্য নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় ১০৮টি পুরসভার ভোট রয়েছে। ২২ জানুয়ারি বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর ও আসানসোল পুরনিগমের ভোট হওয়ার কথা ছিল। তিন সপ্তাহ পিছিয়ে তা ১২ ফেব্রুয়ারি করা হয়। দিন যত গড়াচ্ছে ততই গোটা রাজ্যজুড়ে বেড়েছে করোনা উদ্বেগ। এদিকে কলকাতা পুরভোট পর্ব শেষ হতেই রাজ্যের অন্যান্য পৌরসভাগুলিতে ভোটের প্রস্তুতি ( Preparations for voting in municipalities) শুরু হয়ে গিয়েছে। এদিকে চলতি মাসের শেষেই ভোট রয়েছে রাজ্যের একাধিক পুরনিগমে। 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury