সংক্ষিপ্ত
বলাগড় চরকৃষ্ণবাটিতে আদিবাসী কৃষ্টি ও সংস্কৃতি মেলায় যোগদান করে সেখানেই ডান্ডিয়া হাতে ফ্রেম বন্দি হলেন তিনি। সকলের সঙ্গে হুল্লোরে মেতে ওঠার পাশাপাশি আলোকপাত করলেন রাজপালের বিষয়।
রাজ্যে মুখ্যমন্ত্রী রাজ্যপাল (Jagdeep Dhankhar) সংঘাত নতুন নয়। প্রতিটা পদে পদে একে অন্যের বিরুদ্ধে সওয়াল জবাব, প্রশ্ন ছুঁড়ে দেওয়া ও একে অন্যকে ঘিরে অসন্তোষ প্রকাশ করাটাও নতুন নয়, তবে বাংলায় (West Bengal) এই ছবি বেশ পরিচিত। বর্তমানে রাজ্যপালের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) সম্পর্কটা ঠিক কোন পর্যায় তা সকলের সামনেই বর্তমানে, আর সেই ছবিটা আরও স্পষ্ট করে দিয়ে এবার মুখ খুললেন পানিহাটির বিধায়ক মদন মিত্র। বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে মদন মিত্র (Madan Mitra) , মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গুণ গেয়ে এবার সামনে তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায় (Social Media) ব্লক কাণ্ড, বিষয়টা ঠিক কেমন!
মদন মিত্র বরাবরই দিদিমনির প্রতিটা পদক্ষেপকে সমর্থন করে এসেছেন, তাঁর প্রতিটা কাজকে প্রচারের মুখ করেছেন। এবারও তার ব্যতিক্রম হল না। মজার মানুষ মদন মিত্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তিনি বেশ রঙিন। আর তার প্রমাণ মিলেছে বহুবার। এবার বলাগড় চরকৃষ্ণবাটিতে আদিবাসী কৃষ্টি ও সংস্কৃতি মেলায় যোগদান করে সেখানেই ডান্ডিয়া হাতে ফ্রেম বন্দি হলেন তিনি। সকলের সঙ্গে হুল্লোরে মেতে ওঠার পাশাপাশি আলোকপাত করলেন রাজপালের বিষয়। সামনে আনলেন বর্তমানে টুইট থেকে মুখ্যমন্ত্রী ব্লক করে দিয়েছেন রাজ্যপালকে। মদন মিত্র জানান, 'অবিলম্বে সাদা হাতি পোষা বন্ধ করুন। ওই টাকায় কয়েক লক্ষ বেকার কয়েক লক্ষ বেকার ছেলেমেয়ের চাকরি হতে পারে। সব তৃণমূল কর্মীদের বলছি রাজ্যপালকে ব্লক করে দিতে। আমিও করে দিয়েছি।'
আরও পড়ুন- COVID-19: ওমিক্রনের নতুন রূপ আসলের তুলনায় ভয়ঙ্কর, সাবধান করলেন বিশেষজ্ঞরা
আরও পড়ুন-'আপনি কবে সাংসদ পদ থেকে অবসর নেবেন', হালকা মেজাজে সৌগত রায়কে প্রশ্ন মোদীর
সোমবার চরকৃষ্ণবাটিতে আদিবাসী কৃষ্টি ও সংস্কৃতি মেলায় যোগদান করেছিলেন মদন মিত্র। মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় মানা করেছে তাই আর লাভলি গাইব না। আমি গায়ক নই নায়ক নই।' তারপরই সঞ্জয় দত্তের খলনায়ক সিনেমার 'নায়ক নেহি... 'গানটি গেয়ে ওঠেন। পাশাপাশি মজার ছলে এদিন তিনি বলেন বলেন মুখ্যমন্ত্রী বলেছেন রবীন্দ্র সঙ্গীত গাইতে। কিন্তু রবীন্দ্র সঙ্গীত খুব শক্ত। এরপরই আদিবাসীদের সঙ্গে বাজনার তালে পা মেলান বর্ষিয়ান তৃণমূল নেতা। এদিন মদন মিত্র আরও বলেন, 'এতদিন বলতাম জল পরে পাতা নড়ে পাগলা হাতি মাথা নাড়ে। খবর পেলাম রাজ্যপালের টুইট মুখ্যমন্ত্রী ব্লক করে দিয়েছেন। সারা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি।কোনো রাজ্যপালের টুইট ব্লক করে দেওয়া। যেটা করে দেখালেন বাংলার মুখ্যমন্ত্রী।'