
Election Commission of India: রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly elections) বহুতল আবাসনগুলিতে ভোটকেন্দ্র তৈরি করা হবে। রাজ্যের সাতটি জেলায় ৬৯টি বহুতল আবাসনে বুথ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে। এই সমস্ত আবাসনে ৩০০-র বেশি মানুষ বসবাস করেন। তালিকা অনুযায়ী, দক্ষিণ কলকাতায় দু'টি, উত্তর কলকাতায় আটটটি, দক্ষিণ ২৪ পরগনায় ২৫টি, উত্তর ২৪ পরগনায় ২২টি, হাওড়ায় চারটি, পূর্ব বর্ধমানে তিনটি এবং হুগলিতে পাঁচটি বহুতল আবাসনে ভোটকেন্দ্র হবে। ফলে সংশ্লিষ্ট আবাসনগুলিতে যাঁরা থাকেন তাঁদের যেমন সুবিধা হবে, তেমনই আইন-শৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। আবাসনগুলিতে বাইরে থেকে কাউকে ঢুকতে না দিলে বুথ দখল, ছাপ্পা ভোট এড়ানো যাবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বহুতল আবাসনে বসবাসকারী ভোটারদের ভোটদানের সুবিধা বাড়াতেই এই সিদ্ধান্ত। এর ফলে দূরে গিয়ে ভোট দেওয়ার প্রবণতা কমবে এবং ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা করা হচ্ছে। সিদ্ধান্তটি বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আবাসন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলেও জানানো হয়েছে। বহুতল আবাসনগুলিতে সাধারণত উচ্চবিত্ত ও ধনী ব্যক্তিরা থাকেন। বিধানসভা নির্বাচন হয় গ্রীষ্মকালে। সেই সময় বহুতল আবাসনগুলির অনেক বাসিন্দাই বাড়ি থেকে দূরে বুথে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে চান না। তাঁরা যাতে সহজে ভোট দিতে পারেন, তার জন্যই নতুন ব্যবস্থা করা হচ্ছে।
রাজ্যে এখনও এসআইআর (SIR) প্রক্রিয়া চলছে। আগামী মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। পয়লা বৈশাখের আগেই ভোটগ্রহণ শুরু হয়ে যেতে পারে। কত দফায় ভোটগ্রহণ করা হবে, সে বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।