প্রায় ২০০ % বাড়ছে বেসিক স্যালারি ও পেনশন, অষ্টম পে কমিশন নিয়ে প্রকাশ্যে নয়া তথ্য
- FB
- TW
- Linkdin
সদ্য মোদী সরকার ঘোষণা করেছেন অষ্টম পে কমিশন গঠনের কথা। রেলমন্ত্রী জানান যে শীঘ্রই গঠিত হবে অষ্টম পে কমিশন।
অষ্টম পে কমিশন গঠিত হলে যে সরকারি কর্মীদের বেতন ও অবসরপ্রাপ্তদের পেনশন বৃদ্ধি পাবে তা কারও অজানা নয়। তবে, ঠিক কত শতাংশ বেতন ও পেনশন বাড়বে তা শুনলে চমকে যাবেন।
প্রতি ১০ বছর অন্তর গঠিত হয় পে কমিশন। শেষ ২০১৬ সালে সপ্তম পে কমিশন গঠিত হয়েছিল। সে সময় বেসিক বেতন হয় ১৮ হাজার ও ন্যূনতম পেনশন হয় ৯ হাজার।
এবার এক ধাক্কায় ২০০ শতাংশ বাড়বে বেসিক স্যালারি ও পেনশন। হিসেব বলছে এমনটাই।
অষ্টম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্ট হতে পারে ২.৮৭। তাহলে অবসরপ্রাপ্তদের ন্যূনতম পেনশন হতে পারে ২৫,৭৪০ টাকা। যা ছিল ৯ হাজার। অর্থাৎ বাড়বে ১৮৬ শতাংশ।
তেমনই অষ্টম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্ট যদি হয় ২.৮৭ তাহলে বেসিক স্যালারি হবে ৫১,৬০০।
বর্তমানে কেন্দ্রীয় কর্মীদের বেসিক ১৮ হাজার। তা বেড়ে হবে ৫১,৬০০। অর্থাৎ ১৮৬.৬৬ শতাংশ বাড়বে বেতন।
তবে, এই বিষয় সরকারের পক্ষ থেকে সঠিক কোনও তথ্য আসেনিয অষ্টম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্ট ২.৮৭ করার দাবি উঠেছে।
আপাতত জানানো হয়েছে অষ্টম পে কমিশন গঠিত হবে। তবে, তার চেয়ারম্যান কে হবে তা জানানো হয়নি।
তবে, অষ্টম পে কমিশনে ঘোষণা করায় বিভিন্ন সংগঠন মোদী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।