এবার সোম থেকে শুক্র মোট ১২০টি মেট্রো চলবে। প্রথম ও শেষ মেট্রোর সময়ও বদল হচ্ছে। এতদিন নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর মেট্রো যেত সকাল ৭টা ৫৫ মিনিটে। সোমবার থেকে সকাল ৭টা ১৮ মিনিট থেকে চালু হবে পরিষেবা। অন্যদিকে, বিমানবন্দর থেকে নোয়াপাড়ার দিকেও প্রথম মেট্রো ছাড়তে পারে সকাল ৮টায়।