দারুণ খবর! বাড়ছে নোয়াপাড়া-বিমানবন্দর রুটের মেট্রো সংখ্যা, আগামী সপ্তাহ থেকে মিলবে সুবিধা

Published : Nov 01, 2025, 06:15 PM IST

যাত্রীদের সুবিধার জন্য নোয়াপাড়া-বিমানবন্দর রুটে মেট্রো পরিষেবা বাড়ানো হচ্ছে। আগামী সপ্তাহ থেকে সোম-শুক্র ১২০টি এবং রবিবারে ৭৮টি মেট্রো চলবে। এর পাশাপাশি প্রথম ও শেষ মেট্রোর সময়েও পরিবর্তন আনা হয়েছে।

PREV
15

সাধারণ যাত্রীদের চাপ সামাল দিতে বাড়ছে মেট্রো। এবার বাড়ছে নোয়াপাড়া-বিমানবন্দর রুটে মেট্রো। আগামী সপ্তাহ থেকে মিলবে সুবিধা। ইয়েলো লাইনে বেশি সংখ্যক মেট্রো চলবে শীঘ্রই।

25

রবিবারও চলবে বাড়তি মেট্রো। শুক্রবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করল মেট্রো কর্তৃপক্ষ। জানানো হয়েছেন নতুন সময়সূচির কথা। গত অগাস্টে চালু হয়েছিল নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর মেট্রো। এরপর থেকে ক্রমে বেড়েছে যাত্রী সংখ্যা। কম ঝামেলায় বিমানবন্দর পৌঁছাতে অনেকেই এই পথ বেছে নিচ্ছেন।

35

গত ২ মে এই যাত্রীদের সংখ্যা নজরে পড়ে কর্তৃপক্ষের। আর তাই তাঁদের সুবিধার্থে ৩ নভেম্বর সোমবার থেকে এই রুটের পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী রবিবারেও চলবে বাড়তি মেট্রো। এতদিন রবিার ৪০টি মেট্রো চলত। তার বদলে এবার থেকে চলবে ৭৮টি।

45

এবার সোম থেকে শুক্র মোট ১২০টি মেট্রো চলবে। প্রথম ও শেষ মেট্রোর সময়ও বদল হচ্ছে। এতদিন নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর মেট্রো যেত সকাল ৭টা ৫৫ মিনিটে। সোমবার থেকে সকাল ৭টা ১৮ মিনিট থেকে চালু হবে পরিষেবা। অন্যদিকে, বিমানবন্দর থেকে নোয়াপাড়ার দিকেও প্রথম মেট্রো ছাড়তে পারে সকাল ৮টায়।

55

দিনের শেষ মেট্রো রাত ৮টার বদলে নোয়াপাড়া থেকে ছাড়বে রাত ৮.৫৮ মিনিটে। আর ওই স্টেশন থেকে রাত ৮টা ৫ মিনিটের বদলে রাত ৯.১৮ মিবিটে মেট্রো মিলবে নোয়াপাড়ার দিকে। গত ২ মাস ধরে এই রুটে ৪৪টি মেট্রো চলত। এবার তা বেড়ে হবে ৯২টি।

Read more Photos on
click me!

Recommended Stories