- Home
- West Bengal
- Kolkata
- বদল ব্লু লাইনে, চালু হচ্ছে নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো? কলকাতা মেট্রোর জন্মদিনে সামনে এল বিরাট আপডেট
বদল ব্লু লাইনে, চালু হচ্ছে নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো? কলকাতা মেট্রোর জন্মদিনে সামনে এল বিরাট আপডেট
কলকাতা মেট্রোর ৪১তম প্রতিষ্ঠা দিবসে, জেনারেল ম্যানেজার শুভ্রাংশু মিশ্র একাধিক বড় ঘোষণা করেছেন। ২০২৬ সালের মধ্যে নিউ গড়িয়া-এয়ারপোর্ট এবং ২০২৯ সালের মধ্যে জোঁকা-এসপ্ল্যানেড মেট্রো চালু করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।

২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে নিউ গড়িয়া- এয়ারপোর্টের মধ্যে মেট্রো পরিষেবা চালু হবে। তাই দ্রুত গতিতে চলছে। শুক্রবার কলকাতা মেট্রোর ৪১তম জন্মদিনের অনুষ্ঠানে একথা জানিয়ে দিল মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শুভ্রাংশু মিশ্র। প্রকাশ্যে এল নয়া তথ্য।
এরই সঙ্গে জানান, ২০২৯ সালের মধ্যে জোঁকা-এসপ্ল্যানেড মেট্রো চালু হবে। একইসঙ্গে পুরনো ব্লু লাইনের নিত্যদিনের যে সমস্যা তা সমাধানের উদ্যোগের কথা জানান জিএল। বলেন, ব্লু লাইনে নিয়মিত যে সমস্যা রয়েছে সেটা নিয়ে রাইটস কাজ করছে। সিবিটিসি-র কাজ শুরু করার জন্য অনুমতি নেওয়া হয়েছে। তিন থেকে চার বছরের মধ্যে সমস্যার সমাধান করা হবে।
২৪ শে অক্টোবর ছিল কলকাতা মেট্রোর ৪১ তম প্রতিষ্ঠা দিবস। ১৯৮৪ সালে এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত ভারতের প্রথম মেট্রো পরিষেবা চালু হয়। এই দিনটি স্মরণ করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
এদিন জিএম বলেন, চিংড়িঘাটার মেট্রোর সম্প্রসারণের কাজ আটকে ছিল সেটি নভেম্বর মাস থেকে শুরু হবে। নভেম্বরে দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা। রাজ্য সরকারের সঙ্গে কথা বলে দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে।
সব মিলিয়ে বিরাট বদল আসতে চলেছে কলকাতা মেট্রো পরিষেবাতে। জানা যাচ্ছে, ব্লু লাইনে সিগন্যালিং সিস্টেমই আমূল বদলে যাবে। সেক্ষেত্রে আরও কম সময়ের ব্যবধানে ছুটবে ট্রেন। সব মিলিয়ে আসতে চলেছে বিরাট পরিবর্তন।

