Job Vacancy: অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সে চাকরিতে সুবর্ণ সুযোগ। কীভাবে আবেদন জানাবেন? রইল বিস্তারিত তথ্য। পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Job Vacancy: যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। দেশের বিভিন্ন এইমস-এর শাখায় প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্স। হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে নিয়োগ করা হবে শিক্ষাকর্মী পদে।
কীভাবে নিয়োগ করা হবে?
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে অনলাইনে আবেদন জানানো হলেও লিখিত পরীক্ষা নেওয়া হবে এইমসের তরফে। এই পরীক্ষার নাম-এমস কমন রিক্রুটমেন্ট এগ্জ়ামিনেশন। চলতি বছরের শেষেই এই নিয়োগ সংক্রান্ত পরীক্ষা নেওয়া হবে। মোট শূন্যপপদের সংখ্যা ১৩০০।
কোন কোন পদে নিয়োগ করা হবে?
টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং এবং অন্য বিভাগগুলিতে কর্মীদের কাজের সুযোগ মিলবে। অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, ওয়ার্ডেন, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিস্পেন্সিং অ্যাটেন্ডেন্ট, ইলেকট্রিশিয়ানের মতো নানা পদে কাজের সুযোগ রয়েছে। তবে পরীক্ষা হবে আগামী মাসের ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে। পরীক্ষা হবে মোট ৯০ নম্বরের। এরমধ্যে থাকবে মাল্টিপল চয়েস বেস প্রশ্ন। আবেদনের শেষ তারিখ ২ ডিসেম্বর। অনলাইন মারফত করা যাবে আবেদন।
কীভাবে আবেদন জানাবেন?
সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আবেদনকারীরা aiimsexams.ac.in-এর ওয়েবসাইটে গিয়ে সমস্ত ডকুমেন্টস সহ আবেদন জানাতে পারবেন। আবেদন মূল্য সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ২৪০০ টাকা এবং সাধারণ প্রার্থীদের ৩০০০ টাকা। এছাড়াও বাকি বিস্তারিত তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
অন্যদিকে, এবার নিয়োগ হবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে। জেনে নিন কোন কোন পদে হবে নিয়োগ। পোর্টে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। দেখে নিন কারা আবেদনযোগ্য। কোন কোন পদে হবে নিয়োগ। রইল বিস্তারিত।
শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে হবে নিয়োগ। কলকাতা ডক সিস্টেমের হাইড্রলিক স্টাডি বিভাগের জন্য নিয়োগ হবে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কাম হাইড্রলিক অবজারভার পদে হবে নিয়োগ। শূন্যপদ মোট ২টি। সংশ্লিষ্ট পদে তিন বছর চুক্তির ভিত্তিতে মিলবে কাজের সুযোগ। পারিশ্রমিক মাসে ৩৫ হাজার টাকা। এছাড়াও আছে অন্যান্য সুযোগ। তাই এই কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


