চাকরিহারা শিক্ষাকর্মীরা এবার থেকে রাজ্য সরকারের ভাতা পাবেন? হাইকোর্টে শেষ হল শুনানি

Published : Jun 15, 2025, 10:35 AM IST

বড় খবর। SSC কাণ্ডে চাকরিহারা সকল শিক্ষাকর্মীদের মাসে-মাসে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। এবার তাহলে কি চাকরিহারা শিক্ষাকর্মীরা এবার থেকে রাজ্য সরকারের ভাতা পাবেন? জেনে নিন

PREV
111

চাকরিহারা শিক্ষাকর্মীরা এবার থেকে রাজ্য সরকারের ভাতা পাবেন?

211

বড় খবর হতে চলেছে। কারণ SSC কাণ্ডে চাকরিহারা সকল শিক্ষাকর্মীদের মাসে-মাসে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)।

311

এই প্রসঙ্গে কী বলল কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, গ্রুপ সি চাকরিহারাদের মাসিক ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি-র চাকরিহারা শিক্ষাকর্মীদের ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেয় রাজ্য।

411

১ এপ্রিল থেকে তা কার্যকর হবে বলেও জানানো হয়। এর বিরোধিতা করেই মামলা হয়েছিল। শুক্রবার সেই মামলা শুনানির জন্য ওঠে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।

511

মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম জোরালো সওয়াল করে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ওই কর্মীদের। সেই নির্দেশের অন্য মানে করা হচ্ছে। যেখানে সুপ্রিম নির্দেশ রয়েছে, সেখানে এমন বিষয়ে আইনসভা বিপরীত সিদ্ধান্ত নিতে পারে না বলে সওয়াল আইনজীবীর।

611

এদিকে পাল্টা সওয়ালে রাজ্যের আইনজীবী বলেন, তারা কেন মামলা করবেন? ভাতা দেওয়ার সিদ্ধান্তে মামলাকারীদের কী স্বার্থ জড়িয়ে রয়েছে?

711

পাল্টা মামলাকারীদের আইনজীবী বলেন, কর দেন এমন যে কোনও নাগরিকরা সরকারের ভাতা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করতে পারেন। জনগণের দেওয়া টাকা কোথায় খরচ হচ্ছে তা জানার অধিকার রয়েছে সকলেরই।

811

এদিন মামলার শুনানি শেষ করেন বিচারপতি। আগে এই মামলার রায় স্থগিত রেখেছিল হাইকোর্ট।

911

এর আগে এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, ‘জনগণের করের টাকায় যে এভাবে চাকরিচ্যুতদের ভাতা দেওয়া হচ্ছে তার বিনিময়ে রাজ্য সরকার কী পাচ্ছে? শিক্ষাকর্মীদের জন্য ২৫ হাজার, ২০ হাজার টাকা মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে কী ভাবে? আদালতের নির্দেশে চাকরিচ্যুতদের ভাতা দেওয়ার কোনও উদাহরণ কি গোটা দেশে রয়েছে কী?’

1011

আদালতের পর্যবেক্ষণ ছিল, রাজ্য এক্তিয়ারের বাইরে গিয়ে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে। বিচারপতি সাফ বলেন, ‘এখনই কোনও টাকা দেবেন না’।

1111

অর্থাৎ হাইকোর্টের নির্দেশ মতো আপাতত ভাতা দিতে পারবে না রাজ্য। ভাতা সংক্রান্ত এই মামলায় হাইকোর্ট কী রায় দেয় সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে।

Read more Photos on
click me!

Recommended Stories