এক অঙ্গে দুই রূপ। পূজোয় নিবেদিত প্রাণ যে আসলে ভিন রাজ্যের নিষিদ্ধ মাওবাদী সংগঠনের নেতা,তা কেউ ঘুণাক্ষরেও টের পায় নি। বছর পঞ্চাশের মনোজ চৌধুরী নামের ওই মাওবাদী নেতাকে গ্রেফতার করার পর হুগলির শেওড়াফুলির বাসিন্দাদের চক্ষু চড়কগাছ।
আরও পড়ুন, পরকীয়ার জের নদিয়ায়, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বৌদিকে খুন করে আত্মঘাতী দেওর
শনিবার দুপুরে এলাকার লোকজন জানতে পারে দিল্লি থেকে এনআইএ-র অফিসারেরা এসে ওই পঞ্চাশোর্ধ ব্যাক্তিকে শনিবার কাকভোরে তুলে নিয়ে গেছে। মনোজ চৌধুরী নামের ধৃত ওই মাওবাদী নেতা গত দুবছর ধরে হুগলির শেওড়াফুলিতে গঙ্গার ধারে একটি মঠে নাম ভাঁড়িয়ে থাকতেন। মনোজ বাবু প্রতিবেশী রাজ্যে ঝাড়খন্ড রাজ্যের গিরিডি রেঞ্জের ডাকসাইটে মাওবাদী নেতা। তাঁর বিরুদ্ধে নাশকতা সহ প্রচুর কেস আছে। গত দুবছর ধরে এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তাঁকে হন্যে হয়ে খুঁজছিল । আর মনোজ এই হুগলিতে একটি মঠে পুরোহিত সেজে পূজো আচ্চা নিয়ে মেতে ছিলেন। শুক্রবার থেকেই এনআইএ-র অফিসারেরা ভবানী ভবনের এসটিএফ-এর সঙ্গে যোগাযোগ রাখছিলেন। ভবানী ভবনের নির্দেশে শ্রীরামপুর থানার পুলিস ও সহযোগিতা করে এই রেইডে।
আরও পড়ুন, লকডাউনে করোনা আক্রান্তের সঙ্গেই মদ্যপান, সাত বন্ধু পরিবার সহ ৪০ জন কোয়ারেন্টিনে
সূত্রের খবর, শনিবার ভোরের আলো ফোটার মুহূর্তে যখন ওই মঠ ঘিরে ফেলে এন আই এ তখন টের পেয়ে মনোজ ছাদ দিয়ে পালাবার চেষ্টা করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখান থেকে সোজা রাঁচি চলে আসে দলটি। সেখানকার কোর্টে মনোজকে উঠিয়ে ৫ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এনআরএস-এ ৮ জনের শরীরে করোনা, আক্রান্তদের ৬ জন স্ত্রী রোগ বিভাগে ভর্তি
করোনা আক্রান্ত এবার জোড়াবাগান ট্রাফিক গার্ডের এক পুলিশকর্মী, বাঙ্গুর হাসপাতালে তিনি চিকিৎসাধীন
টিকিয়াপাড়া কাণ্ডে কড়া পদক্ষেপ নিল পুলিশ, গ্রেফতার প্রধান অভিযুক্ত শাকিব সহ আরও ১৩
রোগী ফেলে পালাতে পারল না অ্যাম্বুল্যান্স, পিপিই পরা স্বাস্থ্য়কর্মীদেরকে তীব্র প্রতিবাদ নাকতলাবাসীর
রাজ্য়ে একাধিক করোনা রিপোর্ট 'ফলস' নেগেটিভ, কী বলছেন চিকিৎসকরা
রিপোর্ট 'নেগেটিভ' -পাঠানো হল বাড়ি, ভূল থাকায় ফের ডাক, বাঙ্গুর হাসপাতালে মৃত্যু করোনা আক্রান্তের