মহিলাদের শৌচাগার দখল করে পার্টি অফিস করার অভিযোগ, 'এটাই তৃণমূলের সংস্কৃতি', তোপ BJP-র

মালদহে মহিলাদের শৌচাগার দখল করে পার্টি অফিস বানানোর অভিযোগ শাসকদল পরিচালিত অটো ইউনিয়নের বিরুদ্ধে।  এদিকে অটো ইউনিয়ন দখল করার কথা কার্যত স্বীকার করে নিতেই তীব্র কটাক্ষ করেছে বিজেপি।  

মালদহ-তনুজ জৈন:- জোর করে রাতারাতি মহিলাদের শৌচাগার (Ladies Toilet) দখল করে নেওয়ার অভিযোগ শাসকদল (TMC) পরিচালিত অটো ইউনিয়নের বিরুদ্ধে (Auto Union)। দখল করে সেখানে ব্যানার লাগিয়ে অটো ইউনিয়নের অফিস করা হচ্ছে বলে অভিযোগ। ব্যানারের একদিকে রয়েছে সভাপতি রিতব্রত বন্দ্যোপাধ্যায়ের ছবি, আরেক দিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)  ছবি। এদিকে অটো ইউনিয়ন দখল করার কথা কার্যত স্বীকার করে নিয়েছে। এই নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি (BJP)। ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি। 

Latest Videos

আরও পড়ুন, পুজোয় গভীর রাত অবধি খোলা থাকবে পানশালা-দোকান-রেস্তরাঁ, ঘোষণা নবান্নের

 রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি

মালদহ জেলার হরিশচন্দ্রপুরের তুলসিহাটা বাসস্ট্যান্ডে সরকারি জায়গায় মহিলাদের সুবিধার্থে পাঁচ বছর আগে একটি শৌচাগার নির্মাণ করা হয়েছিল পঞ্চায়েতের তরফ থেকে। অভিযোগ গায়ের জোরে রাতারাতি সেই শৌচাগার দখল করে নিয়েছে শাসকদল পরিচালিত তুলসিহাটা অটো ইউনিয়ন। শৌচাগারের পাশে উপরে ত্রিপল দিয়ে ব্যানার লাগিয়ে অটো ইউনিয়নের অফিস করেছে বলে অভিযোগ স্থানীয়দের। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অটো ইউনিয়ন জানিয়েছে তারা দলের নেতাদের জানিয়ে দখল করেছে মহিলাদের শৌচাগার। কিন্তু ঘটনার নিন্দা করেছেন শাসকদলের ব্লক সভাপতি। এদিকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেখানে মহিলাদের শৌচাগার দখল করা নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। এমনকি দখল করে যে ব্যানার লাগানো হয়েছে তাতে রয়েছে মমতা ব্যানার্জির ছবি। শৌচাগারের পাশে দুটি চায়ের দোকান রয়েছে ,সেই দোকান দুটি সরিয়ে দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছেন চায়ের দোকানদাররা। তারাও জানাচ্ছেন সম্পূর্ণ দাদাগিরি করে এই ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

আরও পড়ুন, Durga Puja 2021: শিল্প থেকে আদিবাসীদের সংস্কৃতি, নানান থিমের ভাবনায় সেজে উঠেছে বাঁকুড়া

'সারাক্ষণ এখানে রোদ-বৃষ্টিতে থাকি, বসার জন্য উপরে ত্রিপল দিয়ে জায়গাটা নিয়েছি'

স্থানীয় বাসিন্দা চায়ের দোকানদার গোকুল সাহা বলেন, " অটো চালকরা গায়ের জোরে দাদাগিরি করে দখল করেছে। আমরা চাই এই দখল ওঠানো হোক। কারণ এখানে বহু মহিলা শৌচ কর্মের জন্য আসে। তাদের সমস্যা হবে। চায়ের দোকান সরানো নিয়ে আমাদের কিছু বলেনি। তবে পরে সরিয়েও দিতে পারে।"অটো ইউনিয়নের কোষাধক্ষ্য আসিফ ইকবাল বলেন, " আমরা সারাক্ষণ এখানে থাকি রোদ-বৃষ্টিতে। তাই আমাদের বসার জন্য উপরে ত্রিপল দিয়ে জায়গাটা নিয়েছি। শৌচাগারের জায়গা ছেড়ে দেওয়া আছে। দখল করার কিছু নেই। আর আমরা সভাপতি এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য কে জানিয়ে করেছি।"

আরও পড়ুন, By Election: উপনির্বাচনের প্রচারে প্রধান মুখ মমতা, তালিকায় দেব-মিমি থাকলেও বাদ বাবুল-নুসরত

'এটাই তৃণমূলের সংস্কৃতি'-BJP

হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি মানিক দাস বলেন," আপনাদের মুখে ঘটনাটি শুনলাম। দলগত ভাবে তদন্ত হবে। এটা ঘটে থাকলে খুব নিন্দনীয়। আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, যিনি মহিলাদের জন্য বহু প্রকল্প চালু করেছেন। তাই এই ধরনের কাজ মেনে নেওয়া যাবে না।"এদিকে এই ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি নেতা দেবব্রত পাল বলেন, " ঘটনাটা শুনলাম। এই যে দখল করেছে এটাই তৃণমূলের সংস্কৃতি। কাটমানি, দাদাগিরি এইসব ওরা করে। মানুষ সব দেখছে। পঞ্চায়েত ভোটে এসবের জবাব দেবে।"অটো ইউনিয়নের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা যথেষ্ট গুরুতর অভিযোগ। বাসস্ট্যান্ডে মহিলাদের শৌচাগার তা দখল করে নেওয়া খুব নিন্দনীয় কাজ। এই ঘটনা ক্ষমতার অপব্যবহার ছাড়া কিছু নয়। প্রশাসনের উচিত অতি দ্রুত ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া।

আরও দেখুন, বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today