সংক্ষিপ্ত

পুলিশ সূত্রের খবর, দুর্গার শরীরের বাকি অংশ ভাসুর গঙ্গায় ফেলে দিয়েছে। সেই অংশগুলির সন্ধানে সুইং ব্রিজ ও দইঘাটের মাঝের অংশে তল্লাশি শুরু হয়েছে। এ

 

যত দিন যাচ্ছে ততই জটিল হচ্ছে ওয়াটগঞ্জ হত্যারহস্য। এখন মৃত মহিলার শরীরের বেশকিছু অংশ খুঁজো পাওয়া যাননি। সেগুলির সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান নিহত দুর্গা সরখেলের দেশের অংশ নদীতে ফেলে দিয়েছে তাঁর ভাসুর নীলাঞ্জন সরখেন। বছর ৫৩-র নীলাঞ্জন এই ঘটনায় মূল অভিযুক্ত। পুলিশ সূত্রের খবর নীলাঞ্জন এখনও পর্যন্ত তদন্ত পূর্ণ সহযোগিতা করছেন। জেরায় প্রাথমিকভাবে নীলাঞ্জন স্বীকার করে নিয়েছিল সেই খুন করেছেন। দেহ তিনটি প্ল্যাস্টিকের ব্যাগে বোঝাই করে তিনবার ধরে ফেলেছে। এখনও খোঁজ নেই দুর্গার দুটি হাত, পায়ের পাতা আর বুকের নীচের অংশ।

Rekha Patra: কী হয়েছে বিজেপির প্রার্থী রেখা পাত্রর? আবার ভর্তি রয়েছেন কলকাতার হাসপাতালে

পুলিশ সূত্রের খবর, দুর্গার শরীরের বাকি অংশ ভাসুর গঙ্গায় ফেলে দিয়েছে। সেই অংশগুলির সন্ধানে সুইং ব্রিজ ও দইঘাটের মাঝের অংশে তল্লাশি শুরু হয়েছে। এই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। নীলাঞ্জন জেরায় স্বীকার করে নিয়েছে দুর্গাকে তাদের বাড়ির শৌচাগারেই খুন করেছে। এই কথার সত্যতা যাচাই করেই এদিন ওয়াটগঞ্জের বাড়িতেও নমুনা সংগ্রহে হাজির হয়েছে ফরেনসিক দল। ডিএনএ বিভাগের কর্মীরাও সেখানে হাডির হয়েছে। মৃতদেহের ডিএনএ-র সঙ্গে ঘরে পাওয়া দুর্গার ব্যবহৃত জিনিসের ডিএনএ সংগ্রহ করে তা মিলিয়ে দেখা হবে। দুর্গার বাড়িতে পুজোর ঘরেরও সন্ধান পাওয়া গেছে। পরিবার সূত্রের খবর দুর্গার ভাসুর তন্ত্র সাধনা করত। আর সেই কারণে দুর্গাকে সে খুন করতে পারে বলেও অনুমান করছে। পুলিশ সূত্রের খবর নীলাঞ্জন কিছুই বলছে না। সবেই জানি না বলে দায় সারছে।

Lok Sabha Election: সন্দেশখালি ইস্যুতে নজরে বসিরহাট, 'সম্মান রক্ষার' লড়াইয়ে যুযুধান রেখা -নুরুল

অন্যদিকে পুলিশের হাতে এসেছে আরও একটি তথ্য। পুলিশ জানতে পেরেছে দুর্গার স্বামী তার ভাসুরের থেকে প্রায় ৫ হাজার টাকা নিয়েছিল। সেই টাকা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ ছিল। তাতেই দুর্গাকে খুন করা হতে পারে বলেও অনুমান পুলিশের। তবে দুর্গার স্বামী এখনও ফেরার। তার কোনও খোঁজ নেই। স্বামীর খোঁজেও তল্লাশি শুরু হয়েছে। দুর্গার ময়না তদন্তের রিপোর্টে বলা হয়েছে, ধারানো দা বা ছুরি দিয়ে দেহ পিস করে কাটা হয়েছে। ফরেনসিক দল সেই তথ্যও মিলিয়ে দেখছে।

Lok Sabha Election : রচনা-লকেটের 'সাপে-নেউলে' সম্পর্কে হটসিট হুগলি, লড়়াই হবে ত্রিমুখী