গঙ্গাসাগর মেলা শুরুর আগেই ,মেলা প্রাঙ্গন খতিয়ে দেখলেন রাজ্যের সেচ-মন্ত্রী পার্থ ভৌমিক

Published : Nov 05, 2022, 09:49 AM IST
Gangasagar Mela

সংক্ষিপ্ত

গঙ্গাসাগর মেলাকে ঘিরে প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখলেন রাজ্যের সেচ-মন্ত্রী পার্থ ভৌমিক। তার সঙ্গে যোগ দিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা ও জেলাশাসক সুমিত গুপ্ত সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা।

আর বেশ কিছুদিনের মধ্যেই শুরু গঙ্গাসাগর মেলা। মেলা ঘিরে প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে। পুণ্যার্থীদের যাতে কোনোরকম কোনো অসুবিধে না হয় সেই কারণে এখন থেকেই নেওয়া হচ্ছে কড়া সুরক্ষা ব্যবস্থা। শুক্রবার সেই প্রস্তুতিই সরেজমিনে খতিয়ে দেখলেন রাজ্যের সেচ-মন্ত্রী পার্থ ভৌমিক। এই তদারকিতে তার সঙ্গে যোগ দিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা ও জেলাশাসক সুমিত গুপ্ত সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা।

শুক্রবার প্রথমে লঞ্চে করে নামখানার বেনুবন পয়েন্টের কাজকর্ম ঘুরে দেখেন মন্ত্রী। সেখানে কয়েকটি অস্থায়ী জেটি পরিদর্শনের পর তাঁরা চলে যান গঙ্গাসাগরে মেলার মাঠে। কপিলমুনি মন্দিরের সামনের ২ নম্বর রাস্তাটি ভাঙনের মুখে। ভাঙন কবলিত সেই এলাকাও পরিদর্শন করেন পার্থ। ভাঙন রোধে আধুনিক ‘টেট্রাপট’ পদ্ধতিতে বাঁধ তৈরির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

মেলা শুরুর আগেই সেই কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন পার্থ। ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের থেকে বাঁধ নির্মাণের সর্বশেষ অগ্রগতি জেনে নেন মন্ত্রী ও জেলাশাসক। পরে মন্ত্রী পার্থ বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর লক্ষ্য, সাগরে আসা কোনও পুণ্যার্থীকেই যেন সামান্যতম সমস্যাও ভোগ করতে না হয়। তাই ইতিমধ্যেই মেলার কাজ শুরু করে দেওয়া হয়েছে। সব ধরনের ব্যবস্থাপনা রাখা হচ্ছে। সেই কাজই আজ সবাই মিলে খতিয়ে দেখলাম।’’

জেলাশাসক পরে বলেন, ‘‘গত দু’বছর করোনার কারণে হাইকোর্টের নির্দেশ মেনে মেলা হয়েছিল। এ বার কোনও নিষেধাজ্ঞা না থাকায় ব্যাপক ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকেই পুরোদমে মেলার প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। এ বারের মেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হবে।’’

আরও পড়ুন

বায়ুদূষণের পারদ স্বাভাবিক মাত্রা পার করেছে দিল্লিতে এহেন পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রাথমিক বিদ্যালয়গুলির বন্ধ রাখার সিধান্ত সরকারের

যোগীরাজ্যে ,গত ৫ বছরে ২৬৩৩ টি সড়ক দুর্ঘটনা,তবু হুঁশ ফিরলো না সরকারের

চীনের গুপ্তচর জাহাজ প্রবেশ করেছে ভারত মহাসাগরে , কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ