২৬ এর বিধানসভায় মোদী সরকারের রাজ্য দখল! মমতাকে হারাতে এবার বিজেপির প্রধান মুখ এই মহিলা?

Published : Mar 05, 2025, 09:56 AM ISTUpdated : Mar 05, 2025, 10:00 AM IST

২৬ এর বিধানসভায় মোদী সরকারের রাজ্য দখল! মমতাকে হারাতে এবার বিজেপির প্রধান মুখ এই মহিলা?

PREV
18

সামনের বিধানসভা ভোটে তুলকালাম করতে পারে বিজেপি। মমতাকে হারাতে নেওয়া হচ্ছে বিরাট প্রস্তুতি। দিল্লি দখলের পর এবার বঙ্গ দখলের জন্য মরিয়া মোদী সরকার।

28

লোকসভায় জোটে ভাল ফল করলেও নিরুঙ্কুশ ভাবে খুব একটা জয়ের ছবি দেখতে পারত না এই কেন্দ্রীয় দল। এরপরেই বিজেপির সময় শেষ বলেই কটাক্ষ করেছিল বিরোধীরা।

38

কিন্তু দিল্লি জয় সেই ছবি একেবারেই বদলে দিয়েছে। দুর্দান্ত ফলাফল করেছে বিজেপি। গো হারা হেরেছে আম আদমি পার্টি।

48

এবার পশ্চিমবঙ্গের পালা। বহুদিন ধরেই বঙ্গ দখল করতে চায় কেন্দ্রীয় দল। কিন্তু তা আর সম্ভব হচ্ছে না। তাই এবার মমতাকে হারাতে প্রধানমুখ হিসাবে আসবেন কোনও মহিলা?

58

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শক্তিশালী বন্ধন ভাঙতে কোনওল মহিলাকেই মাঠে নামে চলেছে কেন্দ্রীয় দল।

68

মেয়ে ভার্সেস মেয়ের লড়াই হতে পারে এই বিধানসভায়। দুই দলের প্রধান হিসাবে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে দুই মহিলার মধ্যে।

78

মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রধান মুখ। আর এই মুখের জন্য বারবার বঙ্গ দখলে রাখতে পেরেছে তৃণমূল সরকার। তাই কোনও পুরুষ নয়, মমতাকে হারাতে এবার বিজেপির মূল হাতিয়ার হতে চলেছে কোনও মেয়ে।

88

বহুদিন ধরেই হাতের বাইরে পশ্চিমবঙ্গ। লোকসভাতেও জেতা সিট হেরে গিয়েছে বিজেপি। এরপর বিধানসভায় পুরো পাশা বদলে যেতে পারে এই রাজ্যের।

click me!

Recommended Stories