- Home
- West Bengal
- West Bengal News
- Lakshmir Bhandar: ঠিক কবে থেকে আসবে লক্ষ্মীর ভান্ডারের টাকা? অবশ্যই জানুন
Lakshmir Bhandar: ঠিক কবে থেকে আসবে লক্ষ্মীর ভান্ডারের টাকা? অবশ্যই জানুন
ইতিমধ্যেই শেষ হয়ে গেছে নবম দুয়ারে সরকার ক্যাম্প।

একাধিক সরকারি পরিষেবা পেতে নির্দিষ্ট ক্যাম্পগুলি থেকে মানুষ ফর্ম সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন
এবার সেইসব ফর্ম খতিয়ে দেখে সংশ্লিষ্ট পরিষেবাগুলির পদ্ধতি সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ নেবেন সরকারি আধিকারিকরা।
একাধিক পরিষেবার সঙ্গে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপরেও
অন্যান্য পরিষেবার সঙ্গে এই প্রকল্পটির জন্যও আবেদনপত্র জমা দিয়েছেন প্রচুর মহিলা।
মূলত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই চালু হয় এই প্রকল্পটি
মহিলাদের আর্থ সামাজিক দিক দিয়ে উন্নতি ঘটানোর লক্ষ্যেই শুরু করা হয় এই প্রকল্পটি।
এই প্রকল্পটির মাধ্যমে তপশিলি জাতির মহিলারা প্রতি মাসে পেয়ে থাকেন ১২০০ টাকা করে
অন্যদিকে, জেনারেল ক্যাটেগরির মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা করে সরকারি অনুদান পেয়ে থাকেন।
কিন্তু যারা নতুন করে আবেদন করেছেন, তারা কিন্তু সহজেই স্ট্যাটাস চেক করে নিতে পারবেন
তাদের আবেদনপত্রের বর্তমান অবস্থা সহজেই দেখা যাবে (Lakshmi Bhandar Update)।
মানে সেটি গৃহীত হয়েছে? নাকি হয়নি?
সাধারণত, লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করতে গেলে আধার নম্বর কিংবা মোবাইল নম্বরের মতো পার্সোনাল ডিটেইলস জমা দিতে হয় (Lakshmi Bhandar Latest Update)।
তাছাড়া আবেদন করার পর বিশেষ অ্যাপ্লিকেশন আইডি ক্যাম্প থেকেই প্রত্যেকে পেয়েছেন
এবার কয়েকটি স্টেপ জেনে নিন (Lakshmir Bhandar Status)।
প্রথমেই ফোনের ইন্টারনেট অন করে গুগলে চলে যান
তারপর টাইপ করুন https://socialsecurity.wb.gov.in/
নতুন একটি পেজ আসবে আপনার সামনে
সেখানে ডানদিকে উপরের দিকে দেখতে পাবেন লেখা রয়েছে Track applicant Status
তারপর ক্লিক করুন
Track applicant Status-এর উপরে ক্লিক করলে সার্চ ইউজিং বলে একটি অপশন দেখতে পাবেন।
সেখানে Application Id/Mobile No./Swasthyasathi Card No./Aadhaar No
এই চারটি অপশন দেওয়ার নির্দিষ্ট জায়গা দেখাবে।
এবার আপনার পছন্দ মতো অপশনটি দেবেন
তারপর পাশেই দিতে হবে ক্যাপচা কোড।
নির্দিষ্ট ক্যাপচা কোডটি লিখে সার্চ করলেই নয় সংখ্যার অ্যাপ্লিকেশন আইডি-টি দেখা যাবে।
সেইসঙ্গে, এটাও দেখে নিতে পারবেন যে, আপনার আবেদনপত্র কবে জমা হয়েছে (Lakshmir Bhandar Application Status)।
শুধু তাই নয়, সেই আবেদনপত্রের বর্তমান স্ট্যাটাস কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে
আবেদনপত্রটি রিভিউয়ের পর যদি ফর্মটি নির্ভুল হয়ে থাকে, তাহলে আপনি অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা অবশ্যই পাবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।