
West Bengal Weather Forecast: বৃহস্পতিবার বড়দিনে (Christmas 2025) কলকাতা (Kolkata) ও সংলগ্ন অঞ্চলে মরসুমের শীতলতম দিন। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার (Kolkata) পাশাপাশি বিভিন্ন জেলাতেও এদিন মরসুমের শীতলতম দিন। শুক্রবার কলকাতার তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। আগামী দু'দিন কমবে তাপমাত্রা। চলতি বছরের শেষে বা ইংরাজি নতুন বছরের শুরুতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। তারপর পরবর্তী পাঁচ দিন ফের ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস বা তার কাছাকাছি থাকবে তাপমাত্রা। বর্ষশেষের দিনগুলিতে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও প্রবল ঠান্ডা। বৃহস্পতিবার ও শুক্রবার কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হয়েছে। এক্ষেত্রে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় পাঁচ ডিগ্রি কম থাকছে। রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার নীচে থাকবে।
মৌসম ভবনের (IMD) পক্ষ থেকে জানানো হয়েছে, 'বৃহস্পতিবার থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। উত্তরবঙ্গের কিছু জায়গায় রাতের তাপমাত্রা দুই ডিগ্রি কমতে পারে। পরবর্তী সাত দিন ধরে সব জেলায় শুকনো আবহাওয়া বজায় থাকবে। সকালবেলা এক বা দুই জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।'
মৌসম ভবনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রাজ্যের সবচেয়ে জনপ্রিয় শৈলশহর দার্জিলিঙে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৮ ডিগ্রি সেলসিয়াসে। সমতল অঞ্চলে আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল। এদিন শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে ১১ ডিগ্রি সেলসিয়াস এবং বহরমপুরে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাওয়ার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা কমে গিয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।