- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: রেকর্ড শীত বঙ্গে! দক্ষিণবঙ্গে ফের পারদ পতন, রইল আগাম আবহাওয়ার খবর
Weather Update: রেকর্ড শীত বঙ্গে! দক্ষিণবঙ্গে ফের পারদ পতন, রইল আগাম আবহাওয়ার খবর
পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায় দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বড়দিনের দিন জাঁকিয়ে শীত পড়বে এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

শেষ ২ সপ্তাহ ধরে শীতে কাবু বঙ্গবাসী। দক্ষিণবঙ্গে ক্রমে পারদ পতন হচ্ছে। জেলায় জেলায় জাঁকিয়ে পড়েছে শীত। বাদ যায়নি শহর তিলোত্তমাও। এবার ফের আবহাওয়া নিয়ে বিরাট খবর দিল হওয়া অফিস। ফের কমবে তাপমাত্রা।
হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত তাপমাত্রা বৃদ্ধির কোনও পূর্বাভাস নেই। উল্টে আরওকমবে তাপমাত্রা। শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ফের ২ ডিগ্রি কমবে তাপমাত্রা। আজ বড়দিনের দিন ফের হবে তাপমাত্রার পতন।
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ক্রমে বাড়ছে ঠান্ডা। চলতি সপ্তাহে আরও কমতে পারে তাপমাত্রা। ১২ থেকে ১৩ ডিগ্রিতে নামতে পারে পাদ। এমনকী, জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২-১৫ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস সূত্রে খবর, কদিন ধরে শীতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝার জেরে মাঝে বাধা এসেছিল তাপমাত্রা পতনে। কিন্তু এখন তা কেটে গিয়েছে। অর্থাৎ তবে আপাতত আর বাধা নেই। বর্তমানে সেই ঝঞ্ঝা কেটে গিয়েছে। সে কারণে আরও কমছে তাপমাত্রা।
চলতি সপ্তাহে বুধবার থেকেই পারদ পতন শুরু হয়েছে। আজ বড়দিনের দিন জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

