'সাধারণ মানুষের জন্যই তিনি রয়েছেন', ডিলিট পেয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Published : Feb 06, 2023, 06:25 PM IST
mamata banerjee

সংক্ষিপ্ত

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট প্রদান করেছে। ডিলিট পেয়ে মমতা বলেছেন, সংবিধান রক্ষাই তাঁর গুরুদায়িত্ব। 

সংবিধান রক্ষার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করবেন। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই দেশের ঐক্য রক্ষার জন্য সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা জরুরি। এদিন সেন্টজেভিয়ার্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিলিট প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাদের সংবিধান রক্ষা করা জন্য, একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের ভিত্তি স্থাপন করার জন্য আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব।' এদিন তিনি রাজ্যের সব নাগরিকদের কাছে দারিদ্রের বিরুদ্ধে, অন্যায়, অসমতার বিরুদ্ধে লড়াই করার জন্য এদিয়ে আসার আবেদন জানান। সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর ফাদার ফেলিক্স রাজ বলেছেন, ব্যানার্জিকে সমাজসেবা এবং শিক্ষার প্রসারে অবদানের জন্য সম্মানিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসে আয়োজিত একটি অনুষ্ঠানে গভর্নর সিভি আনন্দ বোসের উপস্থিতিতে মমতাকে ডিলিট প্রদান করা হয়। ডিলিট তিনি দেশের ও রাজ্যের মানুষের জন্য উৎসর্গ করছেন বলেও জানিয়েছেন। তিনি বলেন 'যাদের ছাড়া আমি কেউ নই তাদের জন্য এই ডিলিট। ' মমতা আরও বলেন, সাধারণ মানুষের জন্যই তিনি রয়েছেন।সাধারণ মানুষ না থাকলে তাঁর অস্তিত্ত্ব বিপন্ন হয়ে যাবে বলেও জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘোষণা করেছে রাজ্য সরকার মাদার টেরেসার নামে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটি চেয়ার স্থাপন করবে। মমতা বলেন, 'এটি তার ত্যাগ, তার মিশন, শান্তি ও ভ্রাতৃত্বের প্রতি তার কাজ এবং একাডেমিক কার্যক্রমের মাধ্যমে বিশ্বজুড়ে তার মূল্যবোধ ছড়িয়ে দিতে অবদান রাখবে।'

এদিনের অনুষ্ঠানে মমতা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কখনও হতাশাগ্রস্ত হবেন না। নেতিবাচক চিন্তা করবেন না। তিনি আরও বলেন এই রাজ্যে তাঁর শাসনকালে ৫০টিরও বেশি কলেজ আর কয়েকটি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। রাজ্যপাল বলেছেন মুখ্যমন্ত্রী তার দীর্ঘ সামাজিক জীবন ও জনসেবার জন্য অন্যান্য বিভিন্ন ক্রিয়াকলাপের কারণে সম্মানসূচক ডিলিট পেয়েছেন। এটা তাঁরই প্রাপ্য। তিনি আরও বলেন, মমতা তাঁর রাজনৈতিক কার্যকলাপের জন্য ইতিমধ্যে রাজ্যের নাগরিকদের কাথ থেকে স্বীকৃতি পেয়েছেন। তিনি বলেন মমতা আঁকার পাশাপাশি সাহিত্য সমাজসেবাতের অমূল্য অবদান রেখেছেন।

আরও পড়ুনঃ

ত্রিপুরায় দাঁড়িয়ে বাম-কংগ্রেসকে একযোগে নিশানা অমিত শাহ, বলেন কমিউনিস্টদের ফিরতে দেবেন না

মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি'লিট সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের, রাজ্যপালের হাত থেকে সম্মান নিলেন মুখ্যমন্ত্রী

৭৫ বছরে এটাই শ্রেষ্ঠ বাজেট, কোয়েম্বাটুরে বললেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর

PREV
click me!

Recommended Stories

"মমতা কিছুই করেননি, মোদীজি যা করেছেন তা ভালো": বন্দে মাতরম নিয়ে বঙ্কিমচন্দ্রের প্রপৌত্র
'যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়া উচিত এই ভোগান্তির জন্য', ইন্ডিগোর বিপর্যয়ে কেন্দ্রকে নিশানা মমতার